Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত Horoscope: আর্থিক বিষয়ে সতর্ক থাকুন বৃষ রাশির জাতকরা! এ সপ্তাহে কী আছে আপনার ভাগ্যে?

মীন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে।

Weekly Horoscope update for 24 November to 30 November
Published by: Paramita Paul
  • Posted:November 24, 2024 11:18 am
  • Updated:November 24, 2024 11:18 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে চন্দ্র, কন‌্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বুধ, ধনুতে শুক্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। ২৬ নভেম্বর সকাল ৭.৫৫ মিঃ বুধ বক্রী হবেন। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1 সপ্তাহের প্রারম্ভে কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্যের জন্য ব্যবসার হাল খারাপ হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে মুক্তি। সপ্তাহের মধ্যভাগে নিজের ও পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। ব্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে।

Advertisement

বৃষ

taurusআর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। এই সময় সঞ্চয়ে মন দেওয়া দরকার। সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচানোর জন্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। এই সময় সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। কর্মপ্রার্থীদের নতুন কাজের সন্ধান আসবে। স্বাধীন পেশাগত ক্ষেত্রে সমস্যা সাময়িক। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আপনি গর্ব বোধ করবেন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান থাকুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ। পিতা-মাতার উপস্থিতিতে ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে।

মিথুন

jeminiএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনভাব শুভ। খেলাধুলার কৃতিত্বের জন্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন। ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নিজের কাজের জায়গায় কখনও মতামত প্রকাশ করতে যাবেন না। পরিবারে সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন।

কর্কট

cancerসন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কখনওই এই তর্ক-বিতর্কে যাবেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হতে পারে। অযাচিতভাবে কারও উপকার করতে যাবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বন্ধুর সহায়তায়-নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।

সিংহ

leoব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক মতবিরোধ দূর হতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর উপর করবেন না। বহুদিন ধরে চলা দাম্পত্য সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা।

কন্যা

virgoবেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি। অতিরিক্ত উচ্চাভিলাষের জন্য বিপাকে পড়তে হতে পারে। বন্ধুকে ধার দেওয়া অর্থ ফেরত চাইতে গিয়ে সম্পর্কের অবনতি। এই সময় জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। ব্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রেম-প্রণয়ে ভুল বোঝাবুঝির জন্য মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। উচ্চপদস্থ কর্তা-ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। এই সময় রক্তচাপজনিত সমস্যায় পড়তে পারেন।

তুলা

leoঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বিদেশে কর্মরত আত্মীয়ের সংবাদ না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের নিজ নিজ কাজের সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। বয়ঃসন্ধি সন্তানের আচার-আচরণ মনোবেদনার কারণ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। বিলাস ব্যসনে অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুটা এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা শুভ নয়। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের কাজের সাফল্যের জন্য সমাজে সম্মানিত হবেন। প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। স্ত্রীর প্রচেষ্টায় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক মসৃণ হবে। পৈত্রিক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে। ব্যবসায় সাময়িক ক্ষতির মুখে পড়লেও আত্মীয়দের সাহায্যে আবার উন্নতির মুখ দেখতে পারেন, আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কিছু ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। সন্তানদের শিক্ষাস্থান শুভ।

ধনু

saggetariusসপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ছোট সন্তানেরা অস্থিরতা ও চাঞ্চলে‌্যর জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। সপ্তাহের শুরুতে তে কাজের চাপ বেশি থাকলেও আয় খুব ভালোই হবে। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। অবিবাহিত প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পরিবারে ভাইবোনদের মধে‌্য কাউকে আর্থিক সাহায‌্য করতে হতে পারে।

মকর

capricornক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। জমিবাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আগামীদিনে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কর্মস্থলে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। কৃতি-কার্যর সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও ভবিষ্যতে এর জন্য কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বন্ধুর সহায়তায় নতুন যানবাহন কেনার সুযোগ- আসবে।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে আকস্মিক অর্থলাভের সম্ভাবনা। আগামিদিনে ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিসূত্রে বদলির সম্ভাবনা। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। হঠাৎ কোনও কারণে সংসারে ব্যয়বৃদ্ধি পেতে পারে। কন্যাসন্তানের বিবাহ স্থির হলেও প্রতিবেশীর কলকাঠিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা। লটারি বা শেয়ারে কোনও বড় বিনিয়োগ করবেন না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। সন্তানদের হাতে বাড়তি অর্থ দেবেন না, এতে তাদের বিলাসিতার দিকে মন যেতে পারে।

মীন

pisces এই রাশির গ্রহসন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। যে, কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। হঠাৎ গৃহে অতিথির আগমন হতে পারে। চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ বেশি, পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সন্তানের সাফল্যে আপনার মুখ উজ্জ্বল হবে। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। কোনও প্রতারকের প্রলোভনে পা দিয়ে অর্থনাশের আশঙ্কা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement