Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত Horoscope: ভালো না মন্দ, কেমন যাবে নতুন সপ্তাহ? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

Weekly Horoscope from 10th November to 16th November 2024
Published by: Biswadip Dey
  • Posted:November 10, 2024 10:18 am
  • Updated:November 10, 2024 10:23 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন‌্যায় কেতু, তুলায় রবি, বৃশ্চিকে বুধ, ধনুতে শুক্র, কুম্ভে বক্রী শনি ও চন্দ্র, মীনে রাহু। ১৫ নভেম্বর রাত্রি-৭.৫১ মিঃ শনি মার্গী হবেন। ১৬ নভেম্বর সকাল ৭.৩২ মিঃ রবি বৃশ্চিকে প্রবেশ করবে।

মেষ 

aries1নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন‌্য আধ‌্যাত্মিক জীবনে প্রবেশ করুন। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়। ব‌্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। কল-কারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন।

Advertisement

বৃষ

taurusবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগে‌্যর সহায়তা পাবেন। সন্তানের ভিন রাজে‌্য কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা। ভালো কোনও যোগাযোগে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি। নিজের উদাসীনতার জন‌্য ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। এই সময় উপার্জন ভালো হলেও খরচ-বহুল সপ্তাহ। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। তবে চালানোর ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয়। শ্বশুরকুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। তঁার সাহাযে‌্য ব‌্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন, অবিবাহিতদের বিবাহের পক্ষে সপ্তাহটি শুভ। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য পরিশ্রম করুন।

মিথুন

jeminiএই রাশির জাতক-জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে নিজের স্বাস্থে‌্যর দিকে খেয়াল রাখার চেষ্টা করা উচিত। আপনার সন্তানের উন্নতি দেখে নিকট আত্মীয় ঈর্ষান্বিত হতে পারে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় আপনার আর্থিক উন্নতি হবার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। ব‌্যবসায়ীরা ব‌্যবসা বৃদ্ধির জন‌্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব‌্যবহার রাখুন। আপনার বিপদে ভাইবোনদের কাছ থেকে সাহায‌্য পাওয়ার আশা রাখবেন না। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও সম্পর্ক নষ্ট করবেন না।

কর্কট

cancerকর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। অপচয় ও অপব‌্যয় কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। পরিবারের জন‌্য ভালো কাজ করলেও বদনাম জুটতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। অত‌্যধিক লোভ সম্বরণ করুন। না হলে আগামি দিনে সমস‌্যায় পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দানধ‌্যান করতে পারেন। কর্মজীবন আপনার ব‌্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

সিংহ

leoখুবই আনন্দময় সপ্তাহ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদ‌্যমী হতে হবে। পরিবারে কোনও মাঙ্গলিক শুভ অনুষ্ঠানের জন‌্য বাড়তি খরচ হতে পারে। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। ভাইবোনদের সঙ্গে সদ্‌ভাব বজায় থাকবে। অনে‌্যর প্ররোচনায় দাম্পত‌্য জীবনে সমস‌্যার সৃষ্টি হবে। কর্মজীবন ও ব‌্যবসায় চলতে থাকা সমস‌্যা থেকে মুক্তি পাবেন। সন্তানদের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপর করবেন না। বিদু‌্যৎ ও আগুন থেকে সাবধানে থাকুন।

কন্যা

virgoজীবনযাত্রার মানকে উন্নত করার জন‌্য আরও পরিশ্রম করতে হবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে আপনার মনের কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞদের এই সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। তীর্থ ভ্রমণের জন‌্য সময়টি শুভ। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে‌্যর যোগ। সংসারে হঠাৎ ব‌্যয় বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠী বিচার করে নেবেন। ব‌্যক্তিগত জীবনে অনে‌্যর হস্তক্ষেপ মেনে নেবেন না।

তুলা

leoবিকল্প কাজে সাফলে‌্যর সম্ভাবনা। উচ্চপদস্থ কর্তাব‌্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। ব‌্যবসায় পর্যাপ্ত অর্থের সংস্থান হলেও এই সময় ব‌্যবসা সম্প্রসারণ না করাই শ্রেয়। কতিপয় বন্ধু আপনার বন্ধুমহলে আপনাকে সম্মানহানি করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। বিলাস ব‌্যসনে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। নিজের জেদের জন‌্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুটা এই রাশির জাতক-জাতিকাদের জন‌্য খুব একটা শুভ নয়। দ্বি-চক্রযানের চালকরা আগামী সপ্তাহগুলিতে খুব সাবধানে গাড়ি চালান। বাড়ির দলিল ও মূল‌্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। স্বার্থান্বেষী লোকজনদের কাছ থেকে সতর্ক থাকুন। কাজের জায়গায় সহকর্মীদের অসহযোগিতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কুনজরে পড়তে পারেন। দাম্পত‌্য জীবনে চাপ থাকবে। আগুন ও বিদু‌্যৎ থেকে সাবধানে থাকুন। আয়-ব‌্যয়ের মধে‌্য সামঞ্জস‌্য রেখে চলবেন। পরিবারে কোনও আত্মীয়কে নিয়ে ঘোরতর অশান্তি বাধতে পারে। সপ্তাহের শেষে বাড়িতে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন।

ধনু

saggetariusএই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন‌্য মনোযোগী হতে হবে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল‌্য পাবেন। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পী ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তঁাদের নিজ নিজ কাজের সাফলে‌্যর জন‌্য সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। বয়ঃসন্ধির সন্তানের আচার-আচরণ মনোবেদনার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ‌্যমান। সন্তানদের বিদ‌্যালাভের ফলাফল ভালোই হবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব‌্যবসার উন্নতি ঘটানো সম্ভব।

মকর

capricornকর্মক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন‌্য হতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। পারিবারিক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মনোমালিন‌্য এড়িয়ে চলুন। সাময়িক বাধা-বিঘ্ন থাকলেও সপ্তাহের মধ‌্যভাগে কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন।

কুম্ভ

aquariusসপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধের জন‌্য গৃহত‌্যাগ করতে হতে পারে। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ছোট সন্তানেরা অস্থিরতা ও চাঞ্চলে‌্যর জন‌্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। জমি-বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আগামিদিনে ভালো সময়ের জন‌্য অপেক্ষা করুন। ব‌্যবসায় কোনও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গুরুজনস্থানীয় ব‌্যক্তিদের জন‌্য কর্তব‌্য করলেও তঁাদের ব‌্যবহারে দুঃখ পেতে পারেন।

মীন

piscesএই সপ্তাহে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। শিক্ষক ও অধ‌্যাপকদের জন‌্য সময়টি শুভ। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বঁাচানোর চেষ্টা করুন। ব‌্যবসায় মন্দাভাব চললেও নতুন উদ‌্যম নিয়ে ব‌্যবসা পরিচালনা করুন। বয়স্ক জাতক-জাতিকারা তীর্থভ্রমণে বেরিয়ে পড়ুন। চাকরিসূত্রে অন‌্য জায়গায় বদলির সম্ভাবনা। কন‌্যাসন্তানের বিবাহ স্থির হলেও প্রতিবেশীর কলকাঠিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা। লটারি বা শেয়ারে কোনও বড় বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement