Advertisement
Advertisement
Chaitra Navratri 2024

শুরু চৈত্র নবরাত্রি, তিন রাশির জাতক-জাতিকারা পাবেন সুফল

এই সময়ে মা দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়।

These three zodiac signs may have a beneficial Chaitra Navratri 2024
Published by: Suparna Majumder
  • Posted:April 9, 2024 4:59 pm
  • Updated:April 9, 2024 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি (Chaitra Navratri 2024) উৎসব পালিত হয়। এই সময়ে মা দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। বাংলায় এটিই বাসন্তী পুজো নামে পরিচিত। পুরাণ মতে, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সেই রীতি অনুযায়ী আজও বাংলার বেশ কয়েকটি বাড়িতে এই পুজো হয়। মঙ্গলবার থেকে এ বছরের চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এই সময়টা তিন রাশির জন্য খুবই ভালো।

Cancer-Zodiac

Advertisement

এই তালিকায় প্রথমেই রয়েছে কর্কট রাশি। চৈত্র নবরাত্রি সময় এই রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। যাঁরা চাকরি করেন তাঁরা ভালো সুযোগ পাবেন। আবার ব্যবসায়ীরাও লাভবান হবে। নতুন বিনিয়োগ করার ইচ্ছে থাকলে তা এই সময়ই করে ফেলুন। কাছের মানুষজনের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে।

[আরও পড়ুন: বাবার জন্যই বিয়ে হয়নি পায়েলের! ‘দাদা’ সৌরভের সামনে বিস্ফোরক অভিনেত্রী]

সদ্য হওয়া সূর্যগ্রহণে কিন্তু বৃষ রাশির জাতক-জাতিকা উপকৃত হবেন। তাঁদের জীবনে এই সময় আসবে সমৃদ্ধি। যেকোনও কাজে ভাগ্যের সাহায্য পাবেন। শুধু তাই নয়, সম্পত্তি লাভের যোগও রয়েছে। চাকরির ক্ষেত্রে উপমহলের প্রশংসা আদায় করে নেবেন। আবার টাকা-পয়সায় দিক থেকেও কোনও সমস্যা হবে না। পরিবারে সুখ যেমন থাকবে, তেমনই বিরাজ করবে শান্তি। সন্তানের পড়াশোনার দিক থেকেও শুভ।

Zodiac

মেষ রাশির ক্ষেত্রে নতুন গৃহ নির্মাণের যোগ দেখা যাচ্ছে। কোনও ভালো কাজের খবর আসতে পারে। আবার ব্যবসার কাজে যাঁরা যুক্ত তাঁরা বিনিয়োগ করলে লাভ পাবেন। শরীর ও স্বাস্থ্যও ভালো থাকবে। পরিবারে কোনও শুভ কাজ থাকলে তা ভালোভাবে সম্পন্ন হবে। বাবা-মায়ের সাহায্য পাবেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদেরও সময়টি শুভ।
           ।। তথ্য সংগৃহীত। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।।

[আরও পড়ুন: গরমের সময় বড় আতঙ্ক সোডিয়ামের ঘাটতি, কীভাবে বুঝবেন আপনার শরীরে নুন কম?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement