Advertisement
Advertisement

Breaking News

Weekly Horoscope

১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত Horoscope: প্রাপ্তিযোগ না অতিরিক্ত খরচ? জানুন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know the Weekly Horoscope of 17th November to 23 November 2024
Published by: Suparna Majumder
  • Posted:November 17, 2024 10:05 am
  • Updated:November 17, 2024 10:08 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি ও চন্দ্র, কর্কটে মঙ্গল, কন‌্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বুধ, ধনুতে শুক্র, কুম্ভে শনি এবং মীনে রাহু। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। সন্তানদের অন‌্যায় আবদার মেনে নেবেন না। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সাফল্যের জন্য নাম ও যশ বৃদ্ধি পাবে। ব্যবসায় সামরিক মন্দাভাব দেখা দিলেও আগামী দিনে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো কোনও যোগাযোগে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। সপ্তাহের শেষে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ।

Advertisement

বৃষ

taurusবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। ব‌্যবসায় খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন্য পদোন্নতি আটকে যেতে পারে। নিজের বিবাহিত জীবনে বহু ঘাত-প্রতিঘাত থাকলেও আগামিদিনে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। কলকারখানায় কর্মরত ব্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। পরিবারের কোনও সদস্যের সাহায্যে নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিন্যে যাবেন না।

মিথুন

jeminiসপ্তাহের প্রারম্ভে ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় খুব সতর্কভাবে চলাফেরা করুন। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। পুরানো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে সাময়িক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। নতুন ব‌্যবসা শুরু করার আগে সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না।

কর্কট

cancerখরচ বহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সদ্ব‌্যবহার রাখুন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। কন্যাসন্তানের বিদ্যালাভের অসামান্য সাফল্যের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। পারিবারিক ব্যবসায় টানাপোড়েন থাকবে। আপনার অবহেলার জন্য ব্যবসায় আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। সরকারি চাকরির জন্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। বন্ধুকে সাহায্য করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালোই হবে। বিদেশে থাকা সন্তানের উন্নতির খবর পেয়ে আনন্দ পেতে পারেন।

সিংহ

leoকৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের ফসল বাঁচানোর চেষ্টা করুন। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন ব‌্যবসার পরিকল্পনা এই সময় সাফল‌্য পাবে। ভাই-বোনের অন‌্যায় আবদার মেনে না নেওয়ার ফলে তাদের দ্বারা অপমানিত হতে পারেন। যানবাহন চালকেরা অতীব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। এই সময় সর্দি-কাশি, জ্বরে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। সন্তানদের শরীর-স্বাস্থ‌্য ভালো থাকলেও পড়াশোনায় বাধাবিঘ্ন আসতে পারে। পরিবারের সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। বন্ধু-বান্ধবের উপকার করলেও আপনার প্রয়োজনে তাদের পাশে নাও পেতে পারেন।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকে। সন্তানদের লেখাপড়ায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। কর্মে ও ব্যবসায় বাধার মধ্য দিয়ে অগ্রগতি। নববিবাহিতদের দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা থাকলেও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শ্রমিক-মালিক বিবাদের দাম্পত‌্য জীবনে জন্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। স্ত্রীর রূঢ়- ব্যবহারে পারিবারিক অশান্তি। শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যতের দিকে নজর দিন। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রবল।

তুলা

leoসপ্তাহের শুরুতে চল্লিশ ঊর্ধ্ব জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থে‌্যর ব‌্যাপারে যত্নবান হোন। ব‌্যবসায় উল্লেখযোগ‌্য উন্নতি। তবে ধার দেওয়ার আগে সব কিছু বুঝে নেবেন। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে।

বৃশ্চিক

scorpioসরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। এই সময় সন্তানেরা বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কু-সংসর্গে পড়তে পারে। নতুন গৃহনির্মাণের ক্ষেত্রে সময়টি শুভ। তবে জমি-বাড়ি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। শ্বশুরকুল বা আত্মীয়-পরিজনদের কাছ থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। অংশীদারী ব‌্যবসায় নিজের হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করুন।

ধনু

saggetariusএই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। স্ত্রীর চাকরির পরিবর্তন যোগ বিদ‌্যমান। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। সৃজনশীল কাজে স্বীকৃতিলাভ ও সন্তোষজনক উন্নতি। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। নববিবাহিতদের দাম্পত‌্যসুখ বজায় থাকবে। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মকর

capricornসপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। অংশীদারি ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। খাওয়া-দাওয়ার ব‌্যপারে সতর্ক থাকুন। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ সরকারী স্বীকৃতি লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। গৃহে আনন্দ অনুষ্ঠানের জন‌্য বাড়তি খরচ হতে পারে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন আসতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না।

কুম্ভ

aquariusএই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপর করবেন না। অবিবাহিতদের বিবাহের যোগ বিদ‌্যমান। চাকরি পরিবর্তনের জন‌্য সময়টি শুভ। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সন্তানের পরীক্ষার সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনা করুন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতারা পরামর্শ নিয়ে কাজ করবেন।

মীন

piscesসপ্তাহের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। ব‌্যবসায় আপনার সাফল‌্য অনেকেই মেনে না নিতে পারে। পারিবারিক সম্পত্তি বিক্রি নিয়ে অন‌্য শরিকদের সঙ্গে অশান্তি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। পিতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। চাকরিপ্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। শেয়ার বা লটারিতে কিছু অর্থ হাতে এলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। স্ত্রীর কর্মস্থলে গোলযোগের আশঙ্কা। উচ্চশিক্ষায় সন্তানের সাফল‌্য। বকেয়া টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement