Advertisement
Advertisement
Weekly Horoscope

২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত Horoscope: দীপাবলির আগে সপ্তাহ কেমন যাবে? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Know the Weekly Horoscope from 27th October to 2nd November 2024
Published by: Suparna Majumder
  • Posted:October 27, 2024 10:17 am
  • Updated:October 27, 2024 10:22 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে চন্দ্র, কন‌্যায় কেতু, তুলায় রবি ও বুধ, বৃশ্চিকে শুক্র, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু। ২৯ অক্টোবর রাত্রি ১০.৩৮ মিঃ বুধ বৃশ্চিকে প্রবেশ করবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। নতুন গৃহনির্মাণের যোগ। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে তবে বুঝে শুনে ব‌্যবসা শুরু করবেন। যাঁরা সমাজ জীবনে পরিচিত তাঁরা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌ করা যায়। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন।

Advertisement

বৃষ

taurusসপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামী দিনে পরিস্থিতি ভালো হবে। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। বড় কোনও পদক্ষেপ নেবার আগে ভালো করে চিন্তা-ভাবনা করে নেবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। তীর্থভ্রমণের সুযোগ আসবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। আপনার কন‌্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে।

মিথুন

jeminiএই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব‌্যপরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। সন্তানের কুকীর্তির জন‌্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারে। কর্মক্ষেত্রে অকারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। অত‌্যধিক কাজের চাপের জন‌্য কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে। অত‌্যধিক লোভ সংবরণ করুন। না হলে পস্তাতে হতে পারে। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য ব‌্যবসায় উন্নতি। বড় ভাইয়ের ব‌্যবহারে কষ্ট পেতে পারেন। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব-প্রতিপত্তি বাড়িয়ে তুলুন।

কর্কট

cancerএই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।  কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। যে কোনও সমস‌্যা নিজেদের মধ্যে কথা বলে মেটাবার চেষ্টা করুন। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ‌ বিদ‌্য‌মান। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন।

সিংহ

leoবহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। পারিবারিক সম্পত্তি বিক্রয় নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ মামলা-মোকদ্দমা অবধি যেতে পারে। অতিরিক্ত ভাবাবেগের জন‌্য অনেক সময় কষ্ট পেতে পারেন। এই সময় চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ বেশি হবে। এই সপ্তাহে পেশাগত দিক জাতকের ভালো যাবে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। এই সময় তাঁরা ঋণশোধের মাধ‌্যমে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। গোপন শত্রুরা আপনারা ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না।

কন্যা

virgoবর্তমান সপ্তাহটি ব‌্যবসায়ীদের জন‌্য শুভ বার্তা বহন করবে। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ‌্য বিষয়ে সতর্ক থাকতে হবে। স্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতানৈক‌্য হতে পারে। লটারি বা ফাটকায় এই সময় বিনিয়োগ করতে যাবেন না। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছল‌্য ফিরে আসবে। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না। সংক্রমণ জনিত জ্বর-জ্বালা ও সর্দিকাশি থেকে সাবধানে থাকবেন। বন্ধু-বান্ধবের কাছে নিজের টাকা-পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। নিজের উদাসীনতার জন‌্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা।

তুলা

leoকর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। পরিবারে রূঢ় ব‌্যবহারে বিরত থাকুন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। পরিবারে ভ্রাতৃস্থানীয়া কারও সঙ্গে বিবাদ হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে মানসিক শান্তির জন‌্য পূজা-পাঠে মন দিন। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। ঠিকাদারি ব‌্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। অত‌্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন।

বৃশ্চিক

scorpioসপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন‌্য শুভ সময়। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। জাতকের কন‌্যাসন্তানের পড়াশোনার কৃতিত্বের জন‌্য মুখ উজ্জ্বল হবে। সংগীত জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তাদের প্রতিভা দেখাবার সুযোগ আসবে। কতিপয় বন্ধু সব সময় ঠকাবার চেষ্টা করবে। কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সৎ কর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। স্ত্রীর বিলাসবহুল জীবন যাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে।

ধনু

saggetariusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব‌্যয়ের সম্ভাবনা। দাম্পত‌্য ক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ‌ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা। সপ্তাহের মধ‌্যভাগে বিনিয়োগের ব‌্যাপারে সতর্ক হতে হবে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। বয়স্ক বাবা-মার একাকীত্বের জন‌্য কিছুটা সময় তাঁদের সঙ্গে কাটাবার চেষ্টা করুন।

মকর

capricornসপ্তাহটি পেশাদারদের জন‌্য খুবই শুভ। কর্মক্ষেত্রে আপনি আপনার ব‌্যবহারে ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। অবিবাহিতদের িববাহের সম্ভাবনা থাকলেও অবশ‌্যই কোষ্ঠী বিচার করে নেবেন। স্ত্রীর স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন।

কুম্ভ

aquariusপূর্ববর্তী সপ্তাহের তুলনায় আর্থিক পরিস্থিতির এই সপ্তাহে উন্নতি হবে। অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য সপ্তাহের শেষের দিকে অর্থে টান পড়তে পারে। এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। বয়স্করা খাদ‌্যাভ‌্যাসের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধানে থাকবেন। এই সময় পৈতৃক ব‌্যবসা সম্প্রসারণে বাড়তি বিনিয়োগ না করাই উচিত। সপ্তাহের মধ‌্যভাগে অল্প হলেও আর্থিক উন্নতি আশা করতে পারেন। চাষিভাইরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মীন

piscesসপ্তাহের শুরুতে কিছু প্রতিবন্ধকতা থাকলেও পরের দিকে ধীরে ধীরে উন্নতি। সন্তানের পড়াশোনার অগ্রগতির জন‌্য ভিন রাজে‌্য যেতে হতে পারে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাড়াহুড়ো করবেন না। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকবে। এই সময় নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই সময় বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement