আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি এবং চন্দ্র, বৃষে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, মীনে রাহু, শনি, শুক্র এবং বুধ। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
সপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। ব্যবসায়ীরা আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করুন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমে ভয় পাবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। নিজেদের ব্যক্তিগত জীবনে অনে্যর হস্তক্ষেপ মেনে নেবেন না। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। তবে কেনার আগে আইনজ্ঞের দ্বারা কাগজপত্র পরীক্ষা করে নেবেন। দাম্পত্য জীবনে নানা ঘাত-প্রতিঘাত থাকলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন।
এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেওয়ার কথা ভাববেন। ঋণ পরিশোধ নিয়ে মনোমালিন্য হতে পারে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পৈত্রিক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে।
সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। কন্যা-সন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে তবে বুঝেশুনে ব্যবসা শুরু করবেন। লোকশিল্পীদের সরকারী স্বীকৃতি লাভের ফেল তাদের কাজের বিস্তার বাড়বে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। অতিরিক্ত বন্ধু-বান্ধবের সঙ্গে বিলাসিতায় খরচের জন্য অর্থের টান পড়তে পারে।
নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভাল খবর পাবেন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক শান্তি। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসায় মন্দাভাব। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধই পাবে। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। খরচ বহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন।
সপ্তাহটি উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযাগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধে্য থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য অল্প বিস্তর ঝুঁকি নিতে পারেন। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুন ভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামিদিনে তা কেটে যাবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভাল ফল করার জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা।
কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। গাড়ি কেনা-বেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে।
সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মস্থানে গন্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সাফল্য সমাজে তুলে ধরতে পারবেন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। বাড়ির বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। নিজ এলাকার গোলযোগ বা গন্ডগোল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন।
এই সপ্তাহটি খুব একটা আশানুরূপ যাবে না। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। খাবারের ব্যাপারে সচেতন থাকুন। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বন্ধুকে উপকার করতে গিয়ে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত ঋণের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য এই সময় কিছুটা খারাপ হতে পারে।
কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। ছোট ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় পুরনো বাধাবিঘ্ন কেটে যাওয়ার সম্ভাবনা। যঁারা নিজে পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তঁারা বিবাহের পূর্বে সবদিক বিচার করে নেবেন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপরে করবেন না। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের পুরনো টাকা আদায়ের সম্ভাবনা। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে।
এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। এই সময় নতুন ব্যবসারও যোগাযোগের সম্ভাবনা আছে। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে্য খারাপ হতে পারে। সন্তানের আচার-আচরণের দিকে বাড়তি নজর রাখুন। কর্মস্থানে কোনও গন্ডগোলে নিজেকে না জড়ানোই ভাল। কর্মক্ষেত্রে গোপন শত্রু সম্পর্কে সচেতন ও সাবধান থাকতে হবে। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। নতুন যানবাহন কেনার জন্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। পারিবারিক কারণে বাসস্থান বদলের যোগ আছে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের অন্যায় আচরণ কখনওই মেনে নেবেন না।
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। নিজের ও পরিবারের স্বাস্থে্যর দিকে নজর রাখুন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। সন্তানদের হাতে বাড়তি অর্থ দেবেন না। স্ত্রীর শরীর কিছুটা সমস্যায় আপনাকে ফেলতে পারে। কর্মপ্রাপ্তিদের নতুন কর্মলাভের যোগ। ব্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়।
সপ্তাহের শুরুতে অপচয় ও অপব্যয় কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন। বয়ঃসন্ধির সন্তানের আচার-আচরণের জন্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিতা-মাতার উপস্থিতিতে ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারলে্যর সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। কর্মপ্রার্থীদের নতুন কাজের সন্ধান আসবে। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। সপ্তাহের শেষের দিকে কোনও ভালো খবর পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.