Advertisement
Advertisement
Horoscope

সেপ্টেম্বরে বুধ, সূর্য, ও শুক্রের রাশি পরিবর্তন, কর্ম-শিক্ষায় ৪ রাশির জাতকের সেরা সময়!

কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

Horoscope: 4 zodiacs will get success in september for grah gochar
Published by: Subhankar Patra
  • Posted:August 29, 2024 5:19 pm
  • Updated:August 29, 2024 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। বুধ, সূর্য, ও শুক্র গ্রহ সেই তালিকায় রয়েছে। এই গোচরের ফল সরাসরি এসে পড়বে সব রাশির জাতক-জাতিকার জীবনে। যার জেরে ইতিবাচক ও নেতিবাচক দুই ফল পাওয়া যাবে। তবে এই গ্রহ গুলির রাশি পরিবর্তনের ফলে কর্কট, বৃশ্চিক,মেষ, কুম্ভ রাশির জাতক-জাতিকারা জীবনে শুভ ফল পাবে বলে মনে করা হচ্ছে।

[আরও পডু়ন: ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত Horoscope: মনের বাসনা পূর্ণ হবে এসপ্তাহে? জেনে নিন রাশিফল]

কর্কট রাশি: সেপ্টেম্বর মাসজুড়ে কর্কট রাশির জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রের দিকে তাকালে আত্মবিশ্বাসের দিক থেকে করা কাজে সাফল্য আসবে। চাকরি ও ব্যবসার অবস্থা ভালই থাকবে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি। আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বৃদ্ধি পাবে। তবে পুরনো কোনও বিনিয়োগ থেকে বিপুল লাভ পেতে পারেন।

Advertisement

বৃশ্চিক রাশি: এই মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চাকরি স্থানে দারুণ সাফল্য পাবেন। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দীর্ঘদিন ধরে ভোগা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। পারিবারিক অশান্তি কেটে যাবে বলেই মনে করা হচ্ছে। স্বামী-স্ত্রীর বাঁধন আরও দৃঢ় হবে।

মেষ রাশি: পড়াশোনা করছেন বা চাকরির জন্য পড়ছেন সেই জাতক-জাতিকার জন্য এই মাস প্রচুর সুযোগ নিয়ে আসবে। তাঁদের জীবনে খুশির খবর পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ রাশি: সেপ্টেম্বর মাস এই রাশির জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে। সঙ্গে সঞ্চয় করতেও সফল হবেন এই রাশির জাতিকারা। চাকরি ও ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। যার চাকরির খোঁজে আছেন তারা চাকরি পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য এই মাসটি খুব ভালো সময়।

[আরও পড়ুন: জন্মাষ্টমীতে সূর্য-শনিদেবের মুখোমুখি অবস্থান! সমসপ্তক যোগে শুভ সময় শুরু ৩ রাশির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement