Advertisement
Advertisement

Breaking News

Horoscope

গ্রহের যোগেই হবে টাকার বর্ষা! ডিসেম্বরে সুখের মুখ দেখবে ৩ রাশির জাতক-জাতিকা

কোন কোন রাশি লাভবান হবেন? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Horoscope: 3 zodiac signs will get profit in December
Published by: Subhankar Patra
  • Posted:November 28, 2024 8:51 pm
  • Updated:November 28, 2024 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুম্ভ রাশিতে বিরাজ করছেন শনি দেবতা। কর্কটে রয়েছে মঙ্গল। ডিসেম্বর মাসের ৭ তারিখ মঙ্গল কর্কট রাশিতেই নিজের ঘর পরিবর্তন করবে। ২১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত এখানেই থাকবে মঙ্গল। ফলে শনি ও মঙ্গল একে অপরের থেকে ষষ্ঠ এবং অষ্টম ঘরে থাকবে। যার জেরে তৈরি হতে চলেছে ষড়ষ্টক যোগ। এই যোগের ফলেই বিপুল লাভ পেতে চলেছে কুম্ভ, তুলা, মেষ রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি: ষড়ষ্টক যোগের কারণে এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সাফল্য পাবেন। ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা লাভের মুখ দেখবেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। এই সময়কালে জীবনসঙ্গীর থেকে সর্মথন পাবেন।

Advertisement

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্যও শুভ সময় শুরু হতে চলেছে। ৭ ডিসেম্বর থেকে জীবনে অনেক পরিবর্তন আসবে। নতুন কোনও কাজের প্রচেষ্টা সাফল্য নিয়ে আসবে। প্রেমের দিক থেকে দেখলে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তবে কিছু সাবধনতাও অবলম্বন করতে হবে। পরিস্থিতি বুঝে কথা বলুন। অন্যথায় বির্তকে জড়িয়ে পড়তে পারেন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে।

মেষ রাশি: ষড়ষ্টক যোগ এই রাশির জাতক-জাতিকার জীবনে সুখের সময় বয়ে নিয়ে আসবে। কর্মজীবনে উন্নতির পাশাপাশি ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আয়ের উৎস বাড়বে। সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের মনোমালিন্য কেটে যাবে। তবে কিছু ক্ষেত্রে ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিতে হবে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement