Advertisement
Advertisement

Breaking News

Akshaya Tritiya

১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় কুম্ভ রাশিতে রাজযোগ, লক্ষ্মীর কৃপা থাকবে আর কাদের উপর?

জেনে নিন, কোন রাশির জাতকদের উপর কী প্রভাব পড়বে।

Aquarius zodiacs will be benefited during Akshaya Tritiya along with others

নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:May 7, 2024 5:17 pm
  • Updated:May 7, 2024 5:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই অক্ষয় তৃতীয়া। বাঙালি তথা দেশের হিন্দুদের কাছে এই উৎসব শুভ হিসাবে ধরা হয়। প্রায় প্রত্যেকেই এদিন কোনও ভালো কাজের শুরু করতে চান। তার পিছনে কারণও আছে। সংস্কৃতে ‘অক্ষয়’ শব্দের অর্থ যার কোনও ক্ষয় হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya) করা যে কোনও কাজ শুভ হয়। চলতি বছরে এই উৎসবটি ১০ ​​মে পালিত হবে। জ্যোতিষশাস্ত্র মানলে এই দিনে করা যে কোনও শুভ কাজ অনন্ত ফল দেয়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের অক্ষয় তৃতীয়াকে খুব বিশেষ মনে করা হচ্ছে। বিশেষ যোগ তৈরি হবে এই দিনে। কারণ এদিন প্রায় ১০০ বছর পরে শনি কুম্ভ রাশিতে রাজযোগ তৈরি করবে। যার প্রভাব পড়বে সব রাশিতেই। জেনে নিন কোন রাশিতে কী প্রভাব পড়বে।

মেষ (Aries)
শনির কৃপায় মেষ রাশির জাতক-জাতিকারা হঠাৎ সম্পদ লাভ করতে পারেন। আর্থিক অবস্থা খুব ভালো হবে। সম্মান বৃদ্ধি হবে। চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরাও লাভবান হবেন। ব‌্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। রাজনীতিবিদরা সুবক্তা হিসাবে সমাজে সুনাম পাবেন।

Advertisement

বৃষ (Taurus)
অক্ষয় তৃতীয়ার শুভ যোগ বৃষ রাশিদের জীবনে অত্যন্ত শুভ দিন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। কেরিয়ার ও ব্যবসায়ে নতুন সুযোগ পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে করা লগ্নি থেকে ভালো রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়।

মিথুন (Gemini) 
জ্যোতিষ মতে অক্ষয় তৃতীয়ার শুভ সংযোগ মিথুন রাশির জাতকদের জীবনে উন্নতির পথ চওড়া করবে। ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের অনেকদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন এই রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা আইনি মামলার রায় জাতকদের দিকেই যেতে পারে। পরিশ্রম করলে সাফল্য মিলবে।

কর্কট (Cancer)
এই পূর্ণ তিথির শুভ প্রভাবে কর্কট রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। কেরিয়ার ও ব্যবসায়ে অপ্রত্যাশিত ফলাফল ও উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন কাজ শুরু করার জন্য ভালো সময়। বাড়িতে নতুন সদস্যের আগমন হতে পারে।

[আরও পড়ুন: ‘গণিকা-বেশ্যালয়কে মহিমান্বিত করার কী আছে?’, ‘হীরামাণ্ডি’ নিয়ে বিতর্কিত কথা বিবেক অগ্নিহোত্রীর]

সিংহ (Leo)
সিংহ রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। চাকরিজীবীদের জন্য পছন্দসই পোস্টিংয়ের সম্ভাবনাও রয়েছে। যাঁরা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা (Virgo)
এই তিথিতে তৈরি হওয়া যোগে কর্মপ্রার্থীদের পেশাদারী শিক্ষালাভের দ্বারা নতুন কর্মসংস্থান লাভের যোগ। নতুন যানবাহন কেনার জন‌্য ঋণ মঞ্জুর হয়ে যাবে।

তুলা (Libra)
অক্ষয় তৃতীয়া তুলা রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে আসবে। একাধিক উৎস থেকে আয় বাড়বে। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এই রাশির নবদম্পতিদের সন্তান লাভের যোগ রয়েছে।

বৃশ্চিক (Scorpio)
অক্ষয় তৃতীয়ার দিনে কুম্ভ রাশির জাতকদের রাজযোগের ফলে বড় পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক জাতিকার জীবনে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। রাজনীতিবিদদের জন‌্য শুভ সময়। কোনও গুরুত্বপূর্ণ ব‌্যক্তির সমর্থন ও সাহচর্যে‌ ব‌্যবসায় উন্নতি। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও কোনওভাবেই তারা সফলতা পাবে না।

ধনু (Sagittarius)
অক্ষয় তৃতীয়া থেকে ধনু রাশির জাতকদের জীবনে শুভ সময়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। ব্যবসায়ীরাও অসাধারণ আয় করতে পারবেন। অর্থ সঞ্চয় করতে পারবেন এ সময়ে। স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি সুখ বৃদ্ধি হবে। অফিসে অনুকূল পরিবেশ বজায় থাকবে। কেরিয়ারে শুভ সংবাদ পাবেন। অসাধারণ সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা।

মকর (Capricorn)
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। সপ্তাহান্তে মনের কোনও গোপন ইচ্ছা পূরণ হবার যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা।

কুম্ভ (Aquarius)
অক্ষয় তৃতীয়ায কুম্ভ রাশিতে শনির শশ রাজযোগ তৈরি হতে চলেছে। কুম্ভের সাড়ে সাতির প্রভাব কমবে। নতুন কোনও কাজ শুরু .করার জন্য ভালো সময়। সুখবর আসতে পারে।

মীন (Pisces)
রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা সমাজে সম্মান পাবেন। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন‌্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে।

[আরও পড়ুন: ‘নেপো প্রোডাক্ট’, মামা বনশালির ‘হীরামাণ্ডি’র জন্য দিনরাত খোঁটা খেয়ে বড় সিদ্ধান্ত ‘আলমজেবে’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement