Advertisement
Advertisement

Breaking News

Weekly horoscope update

২৩ ফেব্রু- ১ মার্চ Horoscope: ধনু রাশির জাতক-জাতিকার জীবনে বড় পরিবর্তন, বিপদ মকর রাশির! বাকিদের সপ্তাহটি কেমন যাবে?

কুম্ভরাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন করতে পারেন।

23 February to 1 March weekly horoscope update
Published by: Subhankar Patra
  • Posted:February 23, 2025 10:31 am
  • Updated:March 2, 2025 11:39 am  

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে  বক্রী মঙ্গল, কন্যায় কেতু,  ধনুতে চন্দ্র, কুম্ভে রবি, শনি এবং বুধ, মীনে শুক্র ও রাহু। ২৪ ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হবেন, ২৭ ফেব্রু বুধ মীনে প্রবেশ করবে। রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। সন্তানদের অন্যায় আবদার সব সময় মেনে নেবেন না। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। সপ্তাহের মধ্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় তারা পড়াশোনায় বাধা কাটিয়ে উঠতে পারবে। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। তবে চালানোর ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয়।

Advertisement

বৃষ

taurusসপ্তাহের আদ্যভাগে সম্পদ বৃদ্ধির যোগ। আপনার ভালোমানুষির সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। খুচরো ব্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি শুভ। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন। স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকে বাড়তি অর্থ ও সম্পত্তি হাতে আসতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। অতিরিক্ত চিন্তা-ভাবনা থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমে ভয় পাবেন না। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মিথুন

jeminiসপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। এই সময় বাড়তি অর্থ হাতে আসতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। সৃষ্টিশীল কাজে দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি। প্রলোভন বা প্ররোচনায় পা নিয়ে অর্থ নষ্ট করবেন না। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। এই সময় তাঁরা ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা
তাঁদের কাজের মুন্সিয়ানার জন্য বিদেশ থেকে কাজের বরাত পেতে পারেন।

কর্কট

cancerকর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। বাক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষার ফল ভালো করবে। ব্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপ মেনে নেবেন না।

সিংহ

leoসন্তানের উচ্চশিক্ষার সাফল্যের ফলে সরকারি চাকরির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বড় অঙ্কের কোনও বিনিয়োগ এখন করবেন না। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান-সম্মান বাড়িয়ে তুলুন। পারিবারিক ব্যবসায় টানাপোড়েন থাকবে। শারীরিক দিক থেকে খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। কতিপয় জাতক-জাতিকার গৃহনির্মাণের যোগও লক্ষ্য করা যায়। বন্ধুকে সাহায্য করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। এবং পরীক্ষার ফল ভালোই হবে। নতুন গৃহ, জমি ক্রয়ের আগে কাগজপত্র ভালো করে দেখে নেবেন।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকাদের চাকরি অপেক্ষা ব্যবসায় বেশি উন্নতি সম্ভব। দাদা বা ভাইয়ের সঙ্গে সম্পত্তিজনিত সমস্যার সমাধান। সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও পড়াশোনায় বাধা-বিঘ্ন আসতে পারে। বন্ধু বান্ধবের প্ররোচনায় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সকলের সঙ্গে মানিয়ে জানিয়ে চলার চেষ্টা করুন। নিজের মতামত সকলের উপর চাপিয়ে দেবেন না। আপনার অবহেলার জন্য ব্যবসায় আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। মাতৃকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে বদলি হওয়ার যোগ।

তুলা

leoখরচ বহুল সপ্তাহ। এই সময় ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতেন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফলের উপর প্রভাব পড়তে পারে। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে অন্যের নেতৃত্ব মেনে না নেওয়ার ফলে অশান্তি দেখা দেওয়ায় সম্ভাবনা। হস্তশিল্পীরা তাঁদের শিল্পনয়ার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন।

বৃশ্চিক

scorpio

পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ। এই রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য ভালো বলেই দেখা যাচ্ছে। জাতক-জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান। সপ্তাহের মধ্যভাগে অতিরিক্ত ব্যয়ের চাপ আসতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ্য বিদ্যমান। ব্যাবসায় সাফল্য না পেলেও ভেঙে পড়বেন না। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে প্রতিপত্তি বাড়লে আর্থিক সুরাহার আশা কম। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে।

ধনু

saggetariusআপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। অর্থকরী দিক শুভ। উচ্চ-শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষা ও গবেষণায় সাফল্য। স্ত্রীর অত্যধিক বিলাসিতার জন্য আর্থিক টানাটানি হতে পারে। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন। সপ্তাহের শেষের দিকে আয়ব্যয়ের দিকে সামঞ্জস্য রেখে চলবেন।

মকর

capricorn

পূর্ববর্তী সপ্তাহের তুলনার এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ঋণগ্রস্ত হয়ে পড়বেন। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। দ্বি-চক্র যানের চালকেরা আগামী সপ্তাহগুলিতে সাবধানে গাড়ি জলান। পৈত্রিক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে। সন্তানের খেলাধূলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে।
সন্তানের জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন না। পরিবারে কারও চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ্যমান।

 

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ সন্তোষজনক উন্নতি। সপ্তাহের মধ্যভাগে পতঙ্গবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। বহুদিন ধরে চলন্ত পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পাড়া-প্রতিবেশীদের সহায়তায় পুরনো সম্পত্তি রক্ষার চেষ্টা করুন।

মীন

piscesএই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। স্ত্রীর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওযার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। নতুন জমি বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। খাবারের ব্যপারে সচেতন থাকুন। এই সময় পেটের সমস্য়া দেখা দিতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement