Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

এখনও দগদগে হারের জ্বালা! ‘২০২০-র ফলাফল ভুয়ো’, ভোটের আগের দিন নয়া দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাট শিবিরের আশঙ্কা, ভোটের দিন রিপাবলিকান প্রার্থী আগাম নিজের জয় ঘোষণা করে দিতে পারেন।

US Presdiential Election 2024: Donald Trump claims that the result of 2020 was fraud and he shouldn't leave White House
Published by: Sucheta Sengupta
  • Posted:November 4, 2024 10:02 am
  • Updated:November 4, 2024 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগের হারের ক্ষত এখনও দগদগে। এখনও মেনে নিতে পারছেন না ২০২০ সালের নির্বাচনী ফলাফল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন চার বছর আগেকার ফল নিয়ে নয়া সুর শোনা গেল রিপাবলিক শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গলায়। রবিবার পেনসিলভ্যানিয়ায় প্রচারে গিয়ে তাঁর সাফ বক্তব্য, ২০২০ সালের ফলাফল ভুয়ো ছিল। তাঁর উচিত হয়নি, ওই ফলের ভিত্তিতে হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়া। পাশাপাশি ট্রাম্প এই ইঙ্গিতও দিলেন, নির্বাচনের দিন সময়মতো বেরবেন বাড়ির বাইরে। তাতে ডেমোক্র্যাট শিবিরের আশঙ্কা, রিপাবলিকান প্রার্থী আগাম নিজের জয় ঘোষণা করে দিতে পারেন। আর তা ঠেকাতে প্রস্তুত প্রতিপক্ষ কমলা হ্যারিস শিবির।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ইউক্রেন থেকে গাজার যুদ্ধ পরিস্থিতি, চিন ও ভারতের সঙ্গে  আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বের সামরিক শক্তির নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ের ভবিষ্যত কী হবে, তা নির্ভর করবে এই নির্বাচনের ফলাফলের উপর। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প অথবা ডেমোক্র্যাট কমলা হ্যারিসের জয়ের ভিত্তিতে এলোমেলো হয়ে যেতে পারে সমস্ত সমীকরণ। ভিন্ন খাতে বইতে পারে বিশ্বের একাধিক ঘটনাপ্রবাহ। মঙ্গলবার নির্বাচন, লড়াই হাড্ডাহাড্ডি। নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, টানটান যুদ্ধে খানিকটা এগিয়ে ডেমোক্র্যাট কমলা হ্যারিস। তবে ‘সুইং স্টেট’ বা খাঁটি শ্বেতাঙ্গ ভোটের জোরে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এই পরিস্থিতিতে শেষবেলার নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী ফল নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন। সেবার ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের মসনদে বসেছিলেন ডেমোক্র্যাট জো বাইডেন। আর এই ফল মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। ফলস্বরূপ পরের বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের তাণ্ডবের ছবি দেখেছিল গোটা বিশ্ব। আর ২০২৪ এর ভোটের আগে ফের হারের স্মৃতি যেন উসকে উঠল। পেনসিলভ্যানিয়ার প্রচারে গিয়ে ট্রাম্প বললেন, ”আমি যেদিন হোয়াইট হাউস ছেড়েছি, সেদিন থেকেই দেশে নিরাপত্তা বিঘ্নিত হতে শুরু করেছে। এখন মনে হচ্ছে, হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসা উচিত হয়নি আমার। আমরা খুব ভালো ফল করেছিলাম।”

এনিয়ে প্রতিপক্ষ কমলা হ্যারিসের দাবি, ”আমরা এই পরিস্থিতির জন্য তৈরি যে উনি এবারও জেতার জন্য সংবাদমাধ্যম থেকে জনতা সকলকে নিয়ন্ত্রণ করতে চাইবেন। কিন্তু আমরাও থেমে থাকব না। পালটা দিতে প্রস্তুত।” সবমিলিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement