Advertisement
Advertisement

Breaking News

Tiger Woods

‘বাতাসে বহিছে প্রেম…’, ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূর সঙ্গে ভালোবাসায় সিলমোহর কিংবদন্তি টাইগার উডসের

একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গলফ তারকা উডস।

Tiger Woods confirms relationship with Vanessa Trump
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 24, 2025 3:35 pm
  • Updated:March 24, 2025 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা ছাড়াও নানা সময় নানা কারণে শিরোনামে থেকেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। জড়িয়েছেন বিতর্কে। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অতীতে বহু চর্চা হয়েছে। কিন্তু এবার আর কোনও রাখঢাক নয়। নিজের প্রেমের কথা নিজেই সকলকে জানালেন বিশ্বের সর্বকালের সেরা গলফ তারকা। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভেনেসার সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন টাইগার। 

২০০৫ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রকে বিয়ে করেছিলেন ভেনেসা। তাঁদের ৫ সন্তান রয়েছে। কিন্তু দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ট্রাম্পের ছেলের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন ভেনেসা। এদিকে, একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গলফ তারকা উডস। নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতেও। যা হইচই ফেলে দিয়েছিল বিশ্বে। খেলার দুনিয়ায় তাঁর ভাবমূর্তি ধাক্কা খেয়েছিল। প্রভাব পড়েছিল টাইগারের গলফ কেরিয়ার ও দাম্পত্যেও। যৌন কেলেঙ্কারিতে জড়ানোর এক বছরের মাথাতেই স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় টাইগারের। এরপরও একাধিক হাই প্রোফাইল তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে থেকেছেন তিনি।

Advertisement

ফের একবার শিরোনামে উঠে এলেন গলফ তারকা। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ‘প্রেমিক’ টাইগার। ভেনেসার সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা এক সঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনেরা এই গোপনীয়তা বজায় রেখেছেন। আমি এর প্রশংসা করি।’ গলফের ১৫টি মেজর জেতা টাইগারের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে খুশি ভেনেসাও। এখন দু’জনেই ভাসছেন প্রেমের হাওয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement