Advertisement
Advertisement

Breaking News

Russia

ফের ইউক্রেনের মাটিতে রুশ হামলা, মৃত ১৮! ‘যুদ্ধবিরতির প্রতিশ্রুতি শেষ’, বলছেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই।

Russian strike kills 18 in Ukrainian President Zelenskyy's home city
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2025 6:25 pm
  • Updated:April 5, 2025 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন বলে বহুবারই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি নিয়ে যতই গুঞ্জন তৈরি হোক, ইউক্রেনে রুশ হামলা থামার নামই নেই। শুক্রবার এক রুশ ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে শিশু ৯টি। আর তারপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধ থামানোর প্রতিটি রুশ প্রতিশ্রুতি এই হামলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কূটনীতির কোনও পরোয়াই করছেন না সেকথা বলেই কটাক্ষ করেছেন তিনি।

Advertisement

সাম্প্রতিক এই রুশ হামলা হয়েছে ক্রিভি রি অঞ্চলে শিশুদের খেলার মাঠের ধারেই। লোকবসতির মাঝখানের ওই মোটেই দুর্ঘটনা বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তাঁর বর্তমান এলাকাতেই এই হামলা হয়েছে। ক্ষোভ উগরে এক্স হ্যান্ডলে জেলেনস্কি লিখেছেন, ‘এই আঘাত মোটেই দুর্ঘটনা নয়। রুশরা ভালো করেই জানত কোথায় আঘাত করতে হবে। আমেরিকাকে দেওয়া কথা ভুলে গিয়ে ওরা আক্রমণ করেছে। যুদ্ধ থামানোর প্রতিটি রুশ প্রতিশ্রুতি এই হামলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে। কূটনীতি কী সেটা ওরা বোঝেই না।’

গত মাসের মাঝামাঝি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং ট্রাম্প সহমত যে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া দুদেশেরই অপুরণীয় ক্ষতি হয়েছে। যে পরিমাণ শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে তা মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেত। যদিও এখনই পূর্ণরূপে যুদ্ধবিরামে রাজি নয় রাশিয়া। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা যে যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নয়, সেই দাবিতেই সরব হয়েছে ইউক্রেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub