Advertisement
Advertisement

Breaking News

Prince Harry

তুঙ্গে ঘরোয়া বিবাদ! ক্যানসার আক্রান্ত কেটের সাক্ষাৎ চান হ্যারি, ‘কাছে ঘেঁষতে দেব না’, পণ উইলিয়ামের

ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও।

Prince William will not allow Harry to meet princess Kate

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 9, 2024 7:06 pm
  • Updated:May 9, 2024 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় খুব বন্ধুত্ব ছিল দেওর-বউদির। সময়ের সঙ্গে সঙ্গে নানা ঘটনায় দুজনের দূরত্ব বেড়েছে। কিন্তু বউদির মারণ রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বিচলিত হয়ে পড়েছেন দেওর। কঠিন সময়ে বউদির পাশে দাঁড়াতে চাইছেন। কিন্তু ভাইকে নিজের স্ত্রীর ধারেপাশে ঘেঁষতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেছেন দাদা।

ঠিক এই ঘটনাটাই ঘটছে ব্রিটিশ রাজপরিবারের (British Royal Family) অন্দরে। সূত্রের খবর, হ্যারির সঙ্গে স্ত্রী কেটের দেখা হোক সেটা মোটেই চাইছেন না রাজকুমার উইলিয়াম। রাজপরিবারকে নিয়ে লেখা ‘দ্য কিং’ বইয়ের লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসনের কথায়, “হ্যারি আর কেট একটা সময় খুব ভালো ঘনিষ্ঠ ছিলেন। খুব বন্ধুত্ব ছিল দুজনের। তবে কেটের ক্যানসার হওয়ার খবর হ্যারি জানতেন না। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রাজবধূর অসুস্থতার খবর আসে হ্যারির (Prince Harry) কাছে।”

Advertisement

[আরও পড়ুন: ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ব্রাজিল, প্রকৃতির রুদ্ররোষে মৃতের সংখ্যা ছাড়াল ১০০

খবর পেয়েই হ্যারি অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে মত অ্যান্ডারসনের। যাবতীয় পারিবারিক দূরত্ব মিটিয়ে কেটের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ রাজকুমার উইলিয়াম মোটেই চান না এই কঠিন সময়ে হ্যারির সঙ্গে কেটের সাক্ষাৎ হোক। ফলে চেষ্টা করলেও পুরনো সম্পর্ক হয়তো জোড়া লাগাতে পারবেন না হ্যারি। কেবল কেট নয়, গোটা রাজপরিবারই সমস্ত বিবাদ ভুলে হ্যারির সঙ্গে সম্পর্ক রাখতে রাজি নয়।

উল্লেখ্য, ক্যানসারের জোড়া থাবা বসেছে ব্রিটিশ রাজপরিবারে। চলতি বছরের গোড়ার দিকে জানা যায়, প্রস্টেট ক্যানসারে ভুগছেন চার্লস (King Charles III)। মার্চ মাসে নিজেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান রাজবধূ কেট (Kate Middleton)। সূত্রের খবর, জানুয়ারি মাস থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য। বাবার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমেরিকা থেকে দেখা করতে এসেছিলেন হ্যারি। তা সত্ত্বেও দুপক্ষের সম্পর্কের বরফ গলেনি।

[আরও পড়ুন: এক সপ্তাহ ধরে আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! কেন্দ্রের দ্বারস্থ হায়দরাবাদের পরিবার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement