Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

বিমান দেখেও সরল না কেন কপ্টার? হোয়াইট হাউসের কাছে দুর্ঘটনায় ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প

ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনার কপ্টারের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

President Donald Trump says Helicopter should have turned to avoid collision with Aeroplan
Published by: Kishore Ghosh
  • Posted:January 30, 2025 2:05 pm
  • Updated:January 30, 2025 2:33 pm  

সংবাদ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ পরিষ্কার ছিল, নির্দিষ্ট উচ্চতায় উড়ছিল বিমান। তারপরেও বিমানটিকে আসতে দেখে কেন পথ ছাড়ল না সেনার হেলিকপ্টার? ওয়াশিংটনে বিমান-কপ্টার দুর্ঘটনায় প্রশ্ন তুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এমন ঘটনায় ষড়যন্ত্র শঙ্কা মার্কিন প্রেসিডেন্টের। এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও দাবি তাঁর। ঠিক কী বলেছেন তিনি?

হোয়াইট হাউজ কাছে বিমান ও মার্কিন সেনার একটি হেলিকপ্টারের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমানে ছিলেন ৬০ জন যাত্রী। কপ্টারে সঙ্গে ধাক্কা লাগায় সেটি ভেঙে পড়ে কাছের পোটোম্যাক নদীতে। এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “বিমানবন্দরের দিকে নির্দিষ্ট পথে ও সঠিক লাইনে ছিল বিমানটি। কিন্তু হেলিকপ্টারটি বিমানের দিকে সোজা এগিয়ে যায়। রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। বিমানে আলো জ্বলছিল। কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে নামল না! কোনও দিকে বাঁকও নিল না কেন! কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন কপ্টারকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হল না? যা ঘটেছে তাতে করে মনে হচ্ছে এই দুর্ঘটনা এড়ানো যেত।”

সমাজমাধ্যমের বক্তিগত অ্যাকাউন্টে কার্যত ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সরকারি বিবৃতিতে বিতর্কিত কিছু বলেননি। বরং জরুরি পরিষেবাকর্মীদের কাজের প্রশংসা করেন তিনি। গোটা বিষয়ে নজর রাখছেন বলেও জানান। দুর্ঘটনায় মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করে লেখেন—“দ্রুত উদ্ধারকাজের জন্য জরুরি পরিষেবাকর্মীদের ধন্যবাদ জানাই। গোটা বিষয়ে নজর রাখছি আমি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement