সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি টিকটক স্টার মারিয়াম ফয়জলের অন্তরঙ্গ ভিডিও ফাঁস সোশাল মিডিয়ায়। যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। ওই ভিডিওয় (সংবাদ প্রতিদিন ডিজিটাল যার সত্যতা যাচাই করেনি) মারিয়ামকে একজন যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। অনেকেই ফাঁস হওয়া ভিডিও দেখে ওই তরুণীকে মারিয়াম বলে দাবি করলেও পাকিস্তানি তরুণী এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
পাকিস্তানের সোশাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ মারিয়াম। নিয়মিত কনটেন্ট শেয়ার করেন তিনি। নানা ধরনের নাচের ভিডিও, লিপ-সিঙ্ক ভিডিও এবং লাইফস্টাইল কনটেন্টই মূলত শেয়ার করতে দেখা যায় তাঁকে। টিকটকে তাঁর ফলোয়ার ছাড়িয়েছে সাড়ে ৬ লক্ষের গণ্ডি। ভিডিওগুলির লাইক ১০ লক্ষেরও বেশি! সব মিলিয়ে পাকিস্তানের নেটিজেনদের কাছে মারিয়াম এক অতি পরিচিত মুখ। এবার তাঁর অন্তরঙ্গ ভিডিও ঘিরে বিতর্ক ছড়ালেও এখনও নিশ্চিত নয় আদৌ ওই তরুণী মারিয়াম কিনা।
Good night 😴😴😴😴
اب یہ مریم فیصل کون ہے کس طرف جا رہا ہے ہمارا معاشرہ
Comments like and repost b mar dia kro pic.twitter.com/u6a46Ekls7— Saweera (@Saweera2067514) December 1, 2024
গত সপ্তাহে আর এক পাকিস্তানি সোশাল মিডিয়া স্টারের আপত্তিকর ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার কথা জানা গিয়েছিল। ২৬ বছরের ওই তরুণীর নাম কানওয়াল আফতাব। মূলত লাইফস্টাইল ভিডিও শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। তাঁর সঙ্গে বিয়ে হয়েছে টিকটক স্টার জুলকারিন সিকান্দরের। তাঁদের এক শিশুকন্যাও রয়েছে। বিতর্ক ছড়িয়েছে তাঁর ভিডিও (এটিরও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ঘিরেও। যদিও কানওয়ালও তা নিয়ে কোনও মন্তব্য করেননি। এই নিয়ে মোট পাঁচজন পাকিস্তানি সোশাল মিডিয়া সেলেবের অন্তরঙ্গ ভিডিওকে ঘিরে বিতর্ক ছড়াল।
উল্লেখ্য, পাকিস্তানে লাফিয়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে ৪জি মোবাইল ইন্টারনেটের খরচ সাধ্যের মধ্যে চলে আসাতেই এই পরিবর্তন। ২০২৩ সালের শুরুতে যেখানে ২৪ মিলিয়ন ইউজার ছিল, সেখানে ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১১০ মিলিয়ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.