Advertisement
Advertisement
Bangladesh

‘বাংলাদেশে হিন্দুদের বাঁচাও’, সরকারের কাছে আর্জি জানিয়ে বিরাট মিছিল কানাডায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাক কানাডার সরকার, বলছেন মিছিলে যোগদানকারীরা।

March in Canada in solidarity with minorities in Bangladesh

Published by: Anwesha Adhikary
  • Posted:August 11, 2024 8:21 pm
  • Updated:August 11, 2024 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও সংখ্যালঘুদের দুরাবস্থা ঘুচছে না। বরং আরও বেড়েই চলেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে বিরাট মিছিল হল কানাডায়। ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে দাবি জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক।

শনিবার টরন্টোর ডাউনটাউনে জমায়েত হন অন্তত হাজারখানেক মানুষ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন কানাডায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূতরা। “উই ওয়ান্ট জাস্টিস- বাংলাদেশ বাংলাদেশ” স্লোগান দিয়ে প্রতিবাদস্থল ভরিয়ে তোলেন তাঁরা। এছাড়াও সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার বার্তা দেওয়া বড় বড় ব্যানার দেখা গিয়েছে প্রতিবাদ মিছিলে। কানাডার সরকারের কাছে তাঁদের আবেদন, বাংলাদেশে থাকা হিন্দুদের সুরক্ষিত রাখার জন্য মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ দেওয়া হোক।

Advertisement

[আরও পড়ুন: ট্রাম্পের প্রচার শিবিরের অভ্যন্তরীণ তথ্য হাতানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ বেড়েছে সেদেশে। এমনকি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতেও আশ্রয় নিতে চাইছেন সেদেশের সংখ্যালঘুরা। গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে বাংলাদেশে। সে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তার পরই বাংলাদেশে স্থিতাবস্থা ফেরার আশা ব্যক্ত করে ডঃ ইউনুসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তবে সেই সঙ্গে জানিয়ে দেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী। যদিও বাংলাদেশে এখনও সমস্যার মধ্যে পড়ছেন সংখ্যালঘুরা।

[আরও পড়ুন: গৃহযুদ্ধে পুড়ছে মায়ানমার, রাখাইনে ড্রোন হামলায় মৃত অন্তত ১৫০ রোহিঙ্গা!]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement