Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

সোশাল মিডিয়ায় ট্রাম্পকে খুনের হুমকি! গ্রেপ্তার মার্কিন প্রৌঢ়

নির্বাচনী সভায় প্রাণঘাতী হামলা হয় ট্রাম্পের উপর।

Man threatens to kill Donald Trump on social media, arrested
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 24, 2024 5:08 pm
  • Updated:August 24, 2024 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি! মার্কিন পুলিশের হাতে গ্রেপ্তার আমেরিকার অ্যারিজোনার এক প্রৌঢ়। গত জুলাই মাসেই নির্বাচনী সভায় প্রাণঘাতী হামলা হয় ট্রাম্পের উপর। অল্পের জন্য প্রাণরক্ষা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।

রয়টার্স সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার অ্যারিজোনার কোচিস কাউন্টিতে প্রচার করতে বেরন ট্রাম্প। পাশাপাশি আমেরিকা-মেক্সিকো সীমান্তও ঘুরে দেখেন তিনি। সেসময়ই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার হুমকি। এই কাণ্ড ঘটিয়েছেন রোনাল্ড লি সিভরুড নামে ৬৬ বছরের এক প্রৌঢ়। তিনি অ্যারিজোনারই বাসিন্দা। বিষয়টি জানতে পেরেই সিভরুডকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। কোর্টে তোলা পর্যন্ত এখন তিনি হেফাজতেই থাকবেন।

Advertisement

[আরও পড়ুন: আকাশ থেকেই ডুবোজাহাজের হদিশ! ভারতকে ‘সোনোবয়’ বিক্রির সবুজ সংকেত আমেরিকার

এই বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খুলেছেন ট্রাম্পও। তিনি জানিয়েছেন, “আমি এতে অবাক হই না। কারণ আমি এমন কিছু করতে চাই যা খারাপ লোকদের জন্য খুবই খারাপ হবে।” আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে আগস্ট মাসে ডেমোক্র্যাট প্রার্থী তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভার্জিনিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত জুলাই মাসে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় রিপাবলিকান দলেরই সদস্য টমাস ম্যাথিউ ক্রুকস নামে বছর কুড়ির এক তরুণ। কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায় ট্রাম্পের। যদিও ঘটনায়স্থলেই মার্কিন সিক্রেট সার্ভিসের স্নাইপারের গুলিতে খতম হয় টমাস। এই ঘটনায় নিরাপত্তায় ফাঁক থাকা নিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। পদত্যাগ করেন এর ডিরেক্টর। ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিভিন্ন রাষ্ট্রনেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement