Advertisement
Advertisement

Breaking News

West Bank

ইজরায়েলি বোমায় খতম হামাস কমান্ডার! ওয়েস্টব্যাঙ্কেও জেহাদিদের কোমর ভাঙল তেল আভিভ

গত ২০ বছরে এই প্রথমবার ওয়েস্টব্যাঙ্কে ঢুকেছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী।

Israel strike kills Hamas leader Aysar al-Saadi occupied West Bank
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 5, 2025 1:34 pm
  • Updated:March 5, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। কিন্তু হামাসের সঙ্গে ইজরায়েলের তুমুল লড়াই চলছে ওয়েস্টব্যাঙ্কে। এবার জেনিন শহরে ইজরায়েলি বোমায় খতম হামাসের শীর্ষ কমান্ডার আয়সার আল সাদির। এই ঘটনায় তেল আভিভের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটি। গত দেড় বছরে গাজায় কোণঠাসা হয়ে গিয়েছে হামাস। এবার ওয়েস্টব্যাঙ্কেও জেহাদিদের কোমর ভাঙল তেল আভিভ। 

Advertisement

কয়েকদিন আগেই ইজরায়েলে তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। তারপরই উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনার পর ওয়েস্টব্যাঙ্কে সামরিক অভিযানের নির্দেশ দেন তিনি। সেই মতো ওয়েস্টব্যাঙ্কে ঢুকে পড়ে ইজরায়েলের সেনা। গত ২০ বছরে এই প্রথমবার সেখানে ঢুকেছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। জেনিনের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হামাসের ডেরা। গতকাল মঙ্গলবারও জেনিনে আকাশপথে ভয়ংকর হামলা চালায় ইহুদি দেশটির সেনা। মুহুর্মুহু বোমাবর্ষণে নিকেশ হয় হামাস কমান্ডার আয়সার আল সাদি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে হামাস। আজ তারা আল সাদির মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতিতে বলেছে, ‘ইজরায়েলের এই নতুন অপরাধ হামাসের এই সংগ্রাম থামিয়ে দিতে পারেব না।’ জঙ্গি সংগঠনটির দাবি, ইজরায়েল স্থলপথে অভিযান চালিয়ে সাফল্য পায়নি তাই আকাশপথে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, আয়সার আল সাদি হামাসের আল-কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার ছিল। এর আগেও একাধিকবার এই জেহাদিকে টার্গেট করেছিল ইজরায়েল। কিন্তু প্রত্যেকবারই বেঁচে গিয়েছিল সে। তবে এবার ইজরায়েলি বোমা থেকে আল সাদি রক্ষা পায়নি। জেনিনে ইজরায়েলের সেনার বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্র করেছিল এই হামাস নেতা।

এদিকে, প্যালেস্তিনীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, নেতানিয়াহুর ফৌজের হামলায় নাকি ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন প্যালেস্তিনীয়। বিভিন্ন শহরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার বাসিন্দা পালিয়ে গিয়েছেন। এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানিয়েছেন, গত মাস থেকেই হামাস এবং ইসলামিক জেহাদ-সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। জেনিন এবং তুলকারমের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর শরণার্থী শিবির ফাঁকা হয়ে গিয়েছে।

বলে রাখা ভালো, ইজরায়েলি ভূখণ্ডের বুকে মূলত গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়ের বাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় হামাস। যার পালটা গাজায় যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। সেই থেকে গাজার পাশাপাশি ওয়েস্টব্যাঙ্কেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। কারণ তাদের অভিযোগ, গাজা থেকে পালিয়ে হামাস আশ্রয় ইচ্ছে এখানে। তাদের সঙ্গে রয়েছে ইসলামিক জেহাদ ও ইরানের মদতপুষ্ট অন্যান্য় জঙ্গি সংগঠনও। সন্ত্রাসীদের জাল ছিঁড়তে অভিযান আক্রমণ শানাচ্ছে তেল আভিভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub