Advertisement
Advertisement

Breaking News

France Political Unrest

আস্থা ভোটে হারে বার্নিয়ে সরকারের পতন! নজিরবিহীন রাজনৈতিক সংকটে ফ্রান্স

খুব শিগগির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন ক্ষমতাচ্যুত বার্নিয়ে।

France Political Unrest: French Prme Minister Barnier Loses No-Confidence Vote
Published by: Kishore Ghosh
  • Posted:December 5, 2024 8:55 am
  • Updated:December 6, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্থা ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। মাত্র তিন মাসের মাথায় সরকার পতন হল ফ্রান্সে (France)। গত ৬০ বছরে এত বড় রাজনৈতিক সংকট (Political Unrest) দেখা যায়নি ছবির দেশ, কবিতার দেশে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন সদ্য ক্ষমতাচ্যুত বার্নিয়ে।

বুধবার, ৪ ডিসেম্বর আস্থা ভোট ছিল ফ্রান্সের পার্লামেন্টে। ৫৭৭ জন সংসদ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়েরের বিপক্ষে ভোট দেন। এর ফলে মাত্র নব্বই দিনের মধ্যে বার্নিয়ে ও ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতার ‘মধুচন্দ্রিমা’র ভঙ্গ হল। উল্লেখ্য, বিশেষ ক্ষমতাবলে বিতর্কিত বাজেট পাশ করে তোপের মুখে পড়েন ফ্রান্সের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। পার্লামেন্টের সদস্যদের ভোটের তোয়াক্কা না করে বিল পাস করায় প্রধান বিরোধী দল ও বামপন্থী দলগুলো বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

Advertisement

সরকারি কোষাগারের বাড়তে থাকা ঘাটতি কমাতে বিভিন্ন খাতে ৬ হাজার কোটি ইউরো কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বার্নিয়ে সরকার। এর বিরুদ্ধে একাট্টা হয়ে সরব হন সংসদের বিরোধী সদস্যরা। এমনকী দেশের আমজনতাও মানতে পারেনি বার্নিয়ে সরকারের কর চাপানোর এই সিদ্ধান্ত। গত নভেম্বর মাসের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৭ শতাংশ মানুষ বার্নিয়ের এই বাজেটের বিরোধিতা করেছেন। এদিকে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুযেল ম্যাক্রোঁ।

প্রসঙ্গত, গত জুন ও জুলাই মাসে ফ্রান্সে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের প্রায় দুমাস পরে গত ৫ সেপ্টেম্বর মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী পদে বসান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। যদিও তিন মাসেই বার্নিয়ে সরকারের পতন হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement