Advertisement
Advertisement

Breaking News

Southport knife attack

ব্রিটেনের রাস্তায় ছুরি নিয়ে আততায়ীর হামলা, শিশুর মৃত্যু, জখম বহু

আততায়ীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। ছুরিও উদ্ধার হয়েছে বলে খবর। তবে কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

At least 8 stabbed in Southport knife attack
Published by: Paramita Paul
  • Posted:July 29, 2024 7:03 pm
  • Updated:July 29, 2024 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের রাস্তায় ছুরি নিয়ে হামলা। জখম একাধিক শিশু-সহ অন্তত ৮ জন। আততায়ীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। তবে কী কারণে হামলা, তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যে সাউথপোর্ট এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। একাধিক অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে এলাকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের সাউথপোর্ট এলাকায় টেলর সুইফট থিমের ওয়ার্কশপ চলছিল। সেখানেই উপস্থিত ছিল বেশ কয়েকজন শিশু ও কিশোরী। আচমকাই এক আততায়ী ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তার হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও অন্তত ৮ জন। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement

[আরও পড়ুন: ‘নিয়মের বেড়াজালে আটকাচ্ছে কাজ’, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি টলিউড পরিচালক-প্রযোজকদের]

স্থানীয়রা জানিয়েছেন, বেলা পৌনে ১২টা নাগাদ এক ব্যক্তি হার্ট স্ট্রিট ধরে হাতে ছুরি নিয়ে ছুটছিল। একের পর এক অল্প বয়সি মেয়ের উপর হামলা চালায়। স্থানীয়রা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অপরকে সতর্ক করেন। 

এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। ছুরিও উদ্ধার হয়েছে বলে খবর। তবে কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। মারসে পুলিশের তরফে ঘটনাস্থল হার্ট রোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বড় কোনও হামলার আশঙ্কা নেই। 

[আরও পড়ুন: ‘আমি হেরে গিয়েছিলাম, তোমরা জিতে গিয়েছ’, কেন এমন উপলব্ধি সৃজিতের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement