Advertisement
Advertisement

Breaking News

Pakistan

পাকিস্তানে কনভয়ে রকেট হামলা ডাকাতদের, মৃত অন্তত ১১ পুলিশকর্মী

হামলার পরেই পলাতক ডাকাতদল।

11 police personnel killed in bandit attack in Pakistan
Published by: Anwesha Adhikary
  • Posted:August 23, 2024 9:51 am
  • Updated:August 23, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপর ভয়াবহ হামলা চালাল পাকিস্তানের ডাকাতদল! রকেট-বন্দুকের হামলায় প্রাণ হারালেন অন্তত ১১ জন পুলিশকর্মী। গুরুতর আহত অন্তত ৭ জন। জানা গিয়েছে, পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ডাকাত বাহিনী। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি।

ঠিক কীভাবে পুলিশের উপর হামলা চালাল ডাকাতরা? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব পাঞ্জাব প্রদেশে। রহিম ইয়ার খান জেলায় ডিউটি সেরে ফিরছিল পুলিশের দুটি কনভয়। পথে আচমকাই খারাপ হয়ে যায় একটি গাড়ি। ফাঁকা এলাকায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে থেমে যায় গোটা কনভয়। সেই সুযোগ বুঝেই পুলিশবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে ডাকাত দল। রকেটের মাধ্যমে পুলিশের উপর গ্রেনেড ছোড়া হয়। সঙ্গে লাগাতার গুলিবৃষ্টি।

Advertisement

[আরও পড়ুন: মিলল সরকারি সিলমোহর, আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কমলা হ্যারিস

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন পুলিশকর্মীর। পালিয়ে যায় হামলাকারী ডাকাতদলও। খবর পেয়ে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই। তবে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উপর এহেন হামলার পরে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রয়াত পুলিশকর্মীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা কোনওমতেই বরদাস্ত করা হবে না। কড়া শাস্তির ব্যবস্থা করা হবে দোষীদের বিরুদ্ধে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

[আরও পড়ুন: অলিম্পিকের পরই ফের ‘বিদ্রোহী’ ভিনেশ, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুস্তিগিরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement