Advertisement
Advertisement
Saheb-Susmita

‘কথা’র বাহুডোরে ‘অগ্নি’, জন্মদিনে সাহেবকে আদুরে শুভেচ্ছা সুস্মিতার, কী নামে ডাকলেন?

সোশাল মিডিয়ায় নিজের ও সাহেবের একাধিক মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

Susmita Dey wishes Saheb Bhattacharya Happy Birth Day
Published by: Suparna Majumder
  • Posted:November 17, 2024 11:24 am
  • Updated:November 17, 2024 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটিদের মধ্যে প্রথমের সারিতেই রয়েছে ‘কথা’ ও ‘অগ্নি’। এই দুই চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। টেলিপাড়ায় গুঞ্জন, দুজনের এই অনস্ক্রিন রসায়নের প্রভাব নাকি অফস্ক্রিনেও পড়েছে। ফুটেছে প্রেমের ফুল। দুই তারকা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে রবিবারের কথা আলাদা। এদিন ‘কথা’র বাহুডোরে ‘অগ্নি’। এমন ছবি পোস্ট করেই সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা।

Saheb-Sushmita-1

Advertisement

সোশাল মিডিয়ায় নিজের ও সাহেবের একাধিক মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আরও একটা বছর যেন খুশি ও আনন্দে ভরা হয় এই শুভেচ্ছা জানাই…জীবনের নতুন এই বছরে যেন আরও বড় স্বপ্ন পূরণ হয় এবং আরও অনেক কিছু তুমি অর্জন করো।’

‘কোনও বইয়ে লিপিবদ্ধ ভাষা’ প্রিয় সাহেবকে বলতে চাননি সুস্মিতা। শুধু মন থেকে সহ-অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে সাহেব ভট্টাচার্য।’ সাহেবকে ‘ডোরেমন’ ও ‘সুপারম্যান অফ লবরডাংঘটাং’ বলেও ডেকেছেন নায়িকা। বিশেষ দিনে তাঁর প্রার্থনা, সাহেব যেন সমস্ত খুশি ও ভালোবাসা পান। ঠিক যেমন তিনি মানুষের জীবন আনন্দের রং ভরে দেন, তেমনই যেন থাকেন। নিজের বক্তব্যের একেবারে শেষে সুস্মিতা লেখেন, ‘আমায় সহ্য করার জন্য আর এত কিছু শেখানোর জন্য অনেক ধন্যবাদ।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

গত বছরের ১৫ ডিসেম্বর থেকে স্টার জলসায় দেখা যাচ্ছে ‘কথা’। ধারাবাহিকে অগ্নিভ ওরফে অগ্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন সাহেব। তাঁর বিপরীতে সুস্মিতা রয়েছেন কথার ভূমিকায়। এই দুজনের খুনসুটি ভরা সম্পর্ক দর্শকদের বেশ পছন্দের। টিআরপি তালিকাতেও প্রথমের দিকেই থাকে সিরিয়াল ‘কথা’।  এখন আবার এই ধারাবাহিকে ‘অন্ধ’ হয়ে মাণ্ডবী ফিরে এসেছে।  ফলে আগামী এপিসোড নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub