Advertisement
Advertisement

Breaking News

Soumitrisha Kundu

পুজোয় সৌমিতৃষাকে মিষ্টি শাড়ি উপহার মমতার, আহ্লাদে আটখানা ‘মিঠাই’

শাড়ির ছবি শেয়ার করে 'দিদি'কে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

Soumitrisha Kundu receives Saree as Puja gift from CM Mamata Banerjee
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2024 10:29 am
  • Updated:October 4, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সক্রিয় রাজনীতির সঙ্গে যোগাযোগ না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ সম্পর্ক সৌমিতৃষা কুণ্ডুর(Soumitrisha Kundu)। মুখ্যমন্ত্রী রীতিমতো তাঁর ধারাবাহিক ‘মিঠাই’য়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাই তো প্রিয় ‘দিদি’র ডাকে একুশের জুলাই মঞ্চ থেকে দুর্গাপুজোর কার্নিভ্যাল বা যে কোনও অনুষ্ঠানে ছুটে যান মিঠানরানি। বছর কয়েক ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাঁকে পুজোর উপহার পাঠান। এবছরও সেই রীতিতে ছেদ পড়েনি।

পুজো উপলক্ষে সৌমিতৃষা কুণ্ডুকে একটি সুন্দর শাড়ি উপহার পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে এহেন উপহার পেয়ে উচ্ছ্বসিত মিঠাই। সেই শাড়ির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ‘দিদি’কে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। দেখা গেল বিশ্ববাংলা থেকে ঘিয়ে রঙের একটি শাড়ি পাঠিয়েছেন মমতা। গোটা শাড়িতে সাদা সুতোর কাজ করা। সেই ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, “ধন্যবাদ দিদি, পুজোয় এত সুন্দর উপহার দেওয়ার জন্য।” শুধু সৌমিতৃষা নয়, ফি বছর পুজো উপলক্ষে বিশ্ববাংলা থেকে তারকা, শিল্পীদের উপহার পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ছোটপর্দার হিট নায়িকা এখন বড়পর্দার পাশাপাশি ওটিটির কাজে ব্যস্ত। পরবর্তীতে হইচই-এর ওয়েব সিরিজ ‘কালরাত্রি’তে দেখা যাবে তাঁকে। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। কেন্দ্রীয় চরিত্র ‘দেবী’র ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। তাঁর স্বামীর চরিত্রে থাকছেন ইন্দ্রাশিস রায়। রহস্যে মোড়া সিরিজের গল্প। লিখেছেন অয়ন চক্রবর্তী। পরিচালকের আসনেও তিনিই। ‘কালরাত্রি’র গল্পটা কেমন? দেবীর বিয়ের অনুষ্ঠানে আচমকাই তার বন্ধু মায়ার সঙ্গে দেখা হয়। আর সেখানেই হঠাৎ এক আশ্চর্য ভবিষ্যদ্বাণী করে সে। মায়া জানায় দেবীর স্বামীর মৃত্যু হবে। বিয়ের দিনই বান্ধবীর মুখে এমন কথা শুনে হতবাক হয় দেবী। সেই উৎসবমুখর অনুষ্ঠান, জীবনের বিশেষ দিন ঘিরে ক্রমশই অজানা এক ভয় আঁকড়ে ধরে কনে দেবীকে। ক্রমশ রহস‌্য ঘনায়। মায়ার কথা কি সত্যিই হবে? এই নিয়েই সিরিজের গল্প এগোবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement