Advertisement
Advertisement
Nitin Chauhaan

সুশান্তের মতোই কাজ হারিয়ে অবসাদে ভুগছিলেন নীতীন চৌহান! বিস্ফোরক প্রয়াত অভিনেতার স্ত্রী

আত্মহত্যাই করেছেন অভিনেতা? তথ্য ফাঁস করলেন নীতীন চৌহানের স্ত্রী।

Late Nitin Chauhaan's Wife reveals he was in depression, had no work
Published by: Sandipta Bhanja
  • Posted:November 9, 2024 5:59 pm
  • Updated:November 9, 2024 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সাল। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বলিউড। সেইসময়েই অভিযোগ ওঠে, বলিউডে নাকি কাজ পাচ্ছিলেন না সুশান্ত। ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজনপোষণের জন্য কোণঠাসা হয়ে গিয়ে মানসিক অবসাদেও ভুগছিলেন অভিনেতা। একের পর এক কাজ নাকি তাঁর হাত ছাড়া হচ্ছিল। এর পরই সুশান্তের রহস্যমৃত্যু! সেটা আত্মহত্যা না নেপথ্যে কোনো ষড়যন্ত্র? তা নিয়ে ধন্দ এখনও বহাল যদিও, তবে এবার বছর চারেক বাদে হিন্দি টেলিভিশনের দুনিয়াতেও সেই এক ছায়া।

মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত নীতীন চৌহান (Nitin Chauhaan)। অল্প সময়েই হিন্দি টেলিপর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুদর্শন অভিনেতা নীতীন চৌহান। ‘ক্রাইম পেট্রোলস’, ‘এমটিভি স্প্লিটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, রিয়ালিটি শো ‘দাদাগিরি ২’ বিজেতা এত অল্প বয়সেই না ফেরার দেশে। মৃত্যুর কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নীতীন। ধোঁয়াশা বেড়েছে সহ-অভিনেত্রী বিভূতি ঠাক্করের পোস্ট নিয়েও। যেখানে তিনি নীতীনের মনের জোর না থাকার কথা উল্লেখ করেছেন। এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতার স্ত্রী।

Advertisement

পুলিশি সূত্রে খবর, নীতীন নাকি মানসিক অবসাদে ভোগার জন্য নিয়মিত ডাক্তার দেখাতেন। সুশান্ত সিং রাজপুতও কিন্তু মৃত্যুর আগে মনোবিদের পরামর্শ নিতেন নিয়মিত। খেতেন ওষুধও। কাজ না পেয়ে কি একইরকম পরিস্থিতিতে ভুগছিলেন নীতীন চৌহান? প্রয়াত অভিনেতার স্ত্রী জানিয়েছেন, বিগত চার বছর ধরে নীতীনের হাতে কোনও কাজ ছিল না। মানসিক অবসাদে ভুগছিলেন ভীষণ। যার জেরে ওঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছিল দিনের পর দিন। এমনকী নীতীনের জন্য কাজ খোঁজাও কঠিন হয়ে উঠেছিল। তাই আইসক্রিমের ব্যবসা খোলার চেষ্টা করেছিল ও। কিন্তু এখানেও ব্যর্থতা। সেই ব্যবসা ভালো চলছিল না। যাবতীয় কারণে পরিবারে সমস্যার সৃষ্টি হয়েছিল। পুলিশের কাছে একথাই জানিয়েছেন নীতীন চৌহানের স্ত্রী।

নীতিন চৌহানের মৃত্যুর সময়ে মেয়েকে নিয়ে বাগানে খেলতে গিয়েছিলেন স্ত্রী। মা-মেয়ে যখন ফিরে এসে বারবার বেল বাজান, তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এবং অনেকক্ষণ কোনও সাড়া না পেয়ে একপ্রকার দরজা ভেঙেই ঢুকতে হয় তাদের ভিতরে। বাড়িতে প্রবেশ করেই অভিনেতার মৃতদেহ দেখতে পান তাঁরা। জেরায় সেকথাই পুলিশকে জানিয়েছেন প্রয়াত টেলিঅভিনেতার স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement