Advertisement
Advertisement

Breaking News

Adrit Roy

চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ

বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’র মুখে মিষ্টি হাসি।

Haldi ceremony of actor Adrit Roy, viral photo
Published by: Sandipta Bhanja
  • Posted:May 9, 2024 3:45 pm
  • Updated:May 9, 2024 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ঘণ্টাখানেকের অপেক্ষা! তারপরই অগ্নিসাক্ষী রেখে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সাত পাক ঘুরবেন আদৃত রায়। টলিপাড়ার হ্যান্ডসাম অভিনেতার বিয়ের খবরে এমনিতেই মন ভেঙেছে তরুণীদের। তবে বৃহস্পতিবার শহড়জুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই হবু বরের গায়ে হলুদের ছবি ফাঁস হতেই শোরগোল।

গায়ে গামছা, স্যান্ডো গেঞ্জি। মাথায় টোপর। চোখে সানগ্লাস। বর্ষণমুখর দিনেই বিয়ের আগে গায়ে হলুদ সারলেন আদৃত রায়। বিয়ের দিন সকাল থেকেই আদৃত-কৌশাম্বীর গায়ে হলুদ ও বিয়ের রীতি-রেওয়াজের সব ছবি দেখার জন্য আকুল হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। শেষমেশ অপেক্ষায় অবসান! গায়ে হলুদের আসর থেকে ফাঁস হল আদৃতের ছবি। বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’র মুখে মিষ্টি হাসি।

Advertisement

[আরও পড়ুন: আলিয়ার থেকে কম যান না! স্ত্রীর ‘মেট গালা’ চর্চার মাঝেই লক্ষ টাকা খরচ করে লুক বদলালেন রণবীর]

দিন দুয়েক আগেই বাংলা টেলিপর্দার তারকাজুটির আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল। গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির হাসিমুখের ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এবার গায়ে হলুদের ছবি ভাইরাল। ‘মিঠাই’ সিরিয়ালের সৌজন্য বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘উচ্ছেবাবু’ হয়ে গিয়েছেন আদৃত। অন্যদিকে, কৌশাম্বি এখন ‘ফুলকি’ সিরিয়ালে পারমিতার চরিত্রে অভিনয় করছেন। বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ের কথা। প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি, এমনকী, ফেব্রুয়ারির কথাও কানে এসেছিল। তবে এবার ৯ মে বৃহস্পতিবার গোধূলি লগ্নে কৌশাম্বির গলায় মালা দেবেন আদৃত। ১১ মে রিসেপশন।

[আরও পড়ুন: বিতর্ক পেরিয়ে ছক্কা হাঁকাল ‘হীরামাণ্ডি’, রিলিজের মাত্র ১ সপ্তাহেই বিশ্বে গড়ল নতুন রেকর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement