Advertisement
Advertisement

Breaking News

Ditipriya Roy

টেলিপর্দায় ‘রানিমা’র প্রত্যাবর্তন, ‘তোমাকে ভালোবেসে’ বর্ষশেষে কাকে বললেন দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়ার মহাচমক।

Ditipriya Roy to return in Television for Mega serial Tomake Bhalobese
Published by: Sandipta Bhanja
  • Posted:December 28, 2024 2:46 pm
  • Updated:December 28, 2024 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দা থেকেই দর্শকদের মনে জয়যাত্রা শুরু করেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বড়পর্দা, ওটিটির দুনিয়া ঘুরে এবার সেই পুরনো প্রেমিকের কাছেই ধরা দিলেন অভিনেত্রী। জি বাংলার ধারাবাহিকে দিতিপ্রিয়ার ‘ঘর ওয়াপসি’। বছর শেষের আগে শুক্রবার সন্ধেয় সেই ঝলক প্রকাশ্যে এনেই মহাচমক দিলেন দর্শকদের প্রিয় ‘রানিমা’। তবে এবার আর বউমা কিংবা মায়ের চরিত্রে নয়, বরং দুষ্টু-মিষ্টি প্রেমিকার ভূমিকায় নজর কাড়তদে চলেছেন দিতিপ্রিয়া।

টেলিপর্দায় জি বাংলায় ‘রানিমা’ অবতারে বছর খানেক ধরে দর্শকদের কখনও হাসিয়েছেন আবার কখনও কাঁদিয়েছেন। আর সেই ‘রাণী রাসমণি’ অভিনেত্রীর সহজ-সরল দুষ্টু মিষ্টি লুক দেখে উচ্ছ্বসিত দর্শকরা। সিরিয়ালের নাম- ‘তোমাকে ভালোবেসে’। আগামী বছর থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। প্রযোজনায় এসভিএফ। তবে টলিপাড়ার অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া যার উদ্দেশে বলছেন- ‘তোমাকে ভালোবেসে’, সেই মানুষটিকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না! আরেকটু খোলসা করে বললে, এই ধারাবাহিকের জন্য দিতিপ্রিয়ার ‘নায়ক’ এখনও নির্বাচিত হয়নি। তবে প্রোমোর ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে টেলিদর্শকদের।

Advertisement

জানা গিয়েছে, দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য অনেকেই আগ্রহী। তাঁদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে। সিরিয়ালের গল্পটাও অচেনা ছকে সাজানো হয়েছে। অভিনেত্রী কী বলছেন? দিতিপ্রিয়ার কথায়, হাতে প্রচুর কাজ থাকা সত্ত্বেও রাজি হয়েছি দুটো কারণে। প্রথমত, জি বাংলার সিরিয়াল এবং দ্বিতীয়ত, এই চ্যানেলের সেট আমার কাছে নিজের বাড়ির মতোই। অতঃপর এটা যে তাঁর জন্য বাড়ি ফেরার গান, তা বলাই বাহুল্য। নায়ক নির্বাচন হয়ে গেলেই শুটিং শুরু হবে আগামী বছর থেকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement