Advertisement
Advertisement
Amazon

উৎসবের মরশুমে সস্তায় ৫জি ফোন! দিওয়ালিতে দুরন্ত ছাড় দিচ্ছে Amazon

জেনে নিন কোন ফোন কত দামে মিলবে।

Amazon Diwali Special Sale offers massive discounts on top 5G smartphones
Published by: Biswadip Dey
  • Posted:October 20, 2024 2:52 pm
  • Updated:October 20, 2024 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে নতুন জামাকাপড়ের পাশাপাশি নয়া মোবাইলও কিনতে চান? তাহলে আপনার জন্যই দারুণ সুখবর নিয়ে এসেছে আমাজন। ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’। এবার সেই সেলে আনা হচ্ছে ‘দিওয়ালি স্পেশাল সেল’। আর এই সেলে আপনি পেয়ে যাবেন স্যামসাং, রিয়েলমি, ওয়ানপ্লাস, আইকিইওও ও অ্যাপলের মতো নামী সংস্থার ৫জি মোবাইল। বিশেষ ছাড়ারে পাশাপাশি থাকছে ১০ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টের সুযোগও। রইল বিস্তারিত।

আইফোন ১৩

Advertisement

আইফোন ১৩-র দাম যেখানে ৪৯, ৯০০ টাকা তা আপনি এই সেলে পেয়ে যাবেন ৭ হাজার টাকা ছাড়ে! এখানেই শেষ নয়, ব্যাঙ্ক ডিসকাউন্টের জন্য ছাড় পাবেন আরও দেড় হাজার টাকা। সব মিলিয়ে ফোনটি পেতে পারেন মাত্র ৪০ হাজার ৪৯৯ টাকায়।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি

এই ৫জি আসল ফোনের আসল মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। আমাজনের সেলে তা আপনি পেয়ে যাবেন ১৬ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ ৪ হাজার টাকা ছাড়!

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি

২৪ হাজার ৪৯৯ টাকার এই ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৯৯৯ টাকায়। আরও ছাড়-সহ তা মিলবে ১০ হাজার ৫০০ টাকায়।

আইকিউওও জেড৯ লাইট ৫জি

এই ফোনের আসল মূল্য ১৪ হাজার ৪৯৯ টাকা। সেলে আপনি এই ফোনটিই পেতে পারেন মাত্র ৯ হাজার ৪৯৯ টাকায়।

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি

প্রাথমিক ভাবে এই ফোনের মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু আমাজন সুযোগ দিচ্ছে ৪ হাজার টাকা ছাড়ের। ফলে ইউজাররা মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকাতেই ফোনটি পকেটস্থ করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement