Advertisement
Advertisement

Breaking News

IPL IPL 2023 MS Dhoni Suresh Raina

এখনই অবসর নিচ্ছেন না ধোনি, বন্ধু রায়না দিলেন আপডেট

ধোনিকে নিয়ে কী বললেন রায়না?

Suresh Raina reveals MS Dhoni's future plans । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 9, 2023 10:06 am
  • Updated:May 9, 2023 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের (IPL) পরই কি অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? তাঁকে নিয়ে চলছে জল্পনা। দেশের যে প্রান্তের স্টেডিয়ামে তিনি খেলতে যাচ্ছেন, সেখানেই দর্শকদের ভিড়।

ধোনি নিজেও জানেন তা। ইডেন গার্ডেন্সে এসে দর্শকদের ভিড় এবং তাঁর জন্য আকুল প্রার্থনা দেখে চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেছিলেন, ওরা ভেবেছ আমি অবসর নেব। তাই ফেয়ারওয়েল দিতে এসেছে আমাকে। 

Advertisement

[আরও পড়ুন: কমেন্ট্রি দুনিয়ায় ফিরতে পারেন সৌরভ, আইপিএলের পর চূড়ান্ত সিদ্ধান্ত]

 

কিন্তু ধোনির বন্ধু সুরেশ রায়না (Suresh Raina) বলছেন অন্য কথা। তিনি এখন জিও সিনেমায় ধারাভাষ্য দিচ্ছেন। সুরেশ রায়না বলেছেন, ”ট্রফি জিতে আরও একবছর আমি খেলব।” অর্থাৎ সুরেশ রায়না যা বলছেন, তাতে ধোনি যে এবছর চ্যাম্পিয়ন হন, তাহলে পরের বছরও তাঁকে আইপিএলে দেখা যাবে।

ইতিমধ্যেই অবশ্য ধোনির মুখ দিয়ে হের করার চেষ্টা করা হয়েছে তাঁর অবসর নিয়ে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন এখন ধারাভাষ্যকার। তিনি ধোনিকে প্রশ্ন করেছিলেন এই বছরই তো তাঁর শেষ বছর। উত্তরে ধোনি হাসতে হাসতে বলেছিলেন, ”আমার অবসর নিয়ে তুমিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো দেখছি।”

[আরও পড়ুন: ‘বিশ্বাস ছিল, রিঙ্কু ঠিক জিতিয়েই ফিরবে’, রুদ্ধশ্বাস ম্যাচের পর জানালেন রাসেল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement