Advertisement
Advertisement
Ganesh Idol

বাড়িতে এই ধরনের গণেশ মূর্তি থাকলেই কেল্লাফতে! বাড়বে সুখসমৃদ্ধি, হবে অর্থাগম

কোন রংয়ের গণেশ মূর্তি বাড়িতে রাখলে সুফল পাওয়া যাবে?

Which type of Ganesh idol appropriate for home
Published by: Sayani Sen
  • Posted:September 1, 2024 9:27 pm
  • Updated:September 1, 2024 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই গণেশ চতুর্থী। গণপতি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বাড়িতেও গণেশ পুজোর পরিকল্পনা করছেন? কিন্তু কোন ধরনের গণেশ মূর্তি বাড়িতে থাকলে বাড়বে সুখসমৃদ্ধি? হবে অর্থাগম?

প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মাটির গণেশ থাকে। তবে এবার অন্য কিছু ভাবতেই পারেন।

Advertisement

Ganesh Murti

মাটির বদলে কাঠের মূর্তি বাড়িতে রাখতে পারেন। তবে তা আম, নিম অথবা পিপল কাঠের হয়।
Ganesh Murtiবাড়িতে গোবরের মূর্তিও স্থাপন করতে পারেন।

Ganesh-Murti

[আরও পড়ুন: ‘ভূত ছাড়াতে’ দেশের মানুষের ভরসা এই মন্দির, জানেন কোথায় এই স্থান?]

এছাড়া সামর্থ্য থাকলে সোনা, রুপো, পিতলের তৈরি গণেশের মূর্তি স্থাপন করতে পারেন।

Ganesh-Murti

ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে গণেশের ছাঁচে ফেলে গণেশ মূর্তি তৈরি করতে পারেন। তা বাড়িতে স্থাপন করলে সুখসমৃদ্ধি বাড়বেই।

Ganesh

কোন রংয়ের গণেশ মূর্তি বাড়িতে রাখলে সুফল পাওয়া যাবে, তা-ও জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাদা রংয়ের গণেশ মূর্তিই বাড়িতে রাখা শ্রেয়।

[আরও পড়ুন: কাঠামো ও খুঁটিপুজোর তোড়জোড়, জন্মাষ্টমীতেই দুর্গাপুজোর সূচনা বেলুড় মঠে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement