Advertisement
Advertisement

Breaking News

Intimacy Tips

চরম গরমে সঙ্গমে অনীহা? এই ৫ উপায়ে শরীরকে করুন ঠান্ডা, বাগে আনুন যৌনতার আগুনকে

সঙ্গমের সময় বিশেষ কিছু ভঙ্গিমা মেনে চললে এই তীব্র গরমেও শরীরী খেলায় আনন্দ বজায় থাকবে।

try these Intimacy Tips for Summer
Published by: Akash Misra
  • Posted:June 10, 2024 9:06 pm
  • Updated:June 10, 2024 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের তাপমাত্রা চল্লিশের উপরে। তীব্র গরমে শহরবাসীর প্রাণ ওষ্ঠাগত। তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে ত্বক। বাইরে থেকে বাড়ি ফিরে স্নান সেরে এসি অন করলেই শরীর জুড়োচ্ছে। কিন্তু এই সময় যদি সঙ্গীনীকে পাশে পেয়ে আদর করার ইচ্ছে জাগে, তাহলে অনেক সময়ই মনে হচ্ছে, বাপরে যা গরম! কিন্তু গরম বলে কী আর শরীরী খেলায় মেতে ওঠা বারণ! একেবারেই নয়। বরং শরীরী উদযাপনের রয়েছে বিশেষ কিছু নিয়ম। যা করলে শরীর ও মন এই গরমেও থাকবে চাঙ্গা!

যৌন বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমের সময় বিশেষ কিছু ভঙ্গিমা মেনে চললে এই তীব্র গরমেও শরীরী খেলায় আনন্দ বজায় থাকবে।

Advertisement

১) সঙ্গম শুরুর আগে অ্রর্থাৎ ফ্লোর প্লে করার সময় ব্যবহার করুন বরফ। সঙ্গীর সারা শরীরে বরফ বুলিয়ে দিন। বরফ ছুঁয়ে দিন সঙ্গীর যৌনাঙ্গেও। দেখবেন উত্তেজনা আরও দ্বিগুন হবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঠান্ডা জলের বোতলও।

Advertisement

Rules for live in, marriage and divorce in Uniform Civil Code bill tabled in Uttarakhand

২) সঙ্গমের সময় একে অপরের উপরে না উঠে বরং পাশাপাশি থেকে শরীরী খেলায় মেতে উঠুন। অর্থাৎ সাইড সেক্সকেই বেশি গুরুত্ব দিন।

৩) রাতের বেলা বাড়ির ছাদকে ব্যবহার করতে পারেন সঙ্গমের জন্য়। এক্ষেত্রে একটু বেশি রাতেই ছাদে যান। লক্ষ্য রাখুন আশপাশের বাড়ির ছাদ থেকে যেন কিছু না দেখা যায়। ছাদের মেঝেতে মাদুর বা নরম তোষক পেতে খোলা আকাশের নিচে সেক্সে মত্ত হন।

Sex-11

৪) যৌন বিশেষজ্ঞরা মনে করছেন এই গরমে ‘ডগি স্টাইল’ ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হন। এতে শরীরে শরীরের দূরত্ব বজায় থাকে। ফলে গরম কম লাগবে।

৫) বাথরুমে শাওয়ারের নিচে সঙ্গমে মত্ত হতে পারেন। এতে কিন্তু গরমও কম লাগবে, সঙ্গমেও মজা পাবেন। আর যদি বাথটব থাকে তাহলে তো কথাই নেই। বাথটবের মধ্য়ে জল ভরে সঙ্গমে মত্ত হয়ে যান। দেখবেন এতে আদরের মাত্রা বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ