Advertisement
Advertisement
BGBS

আকারে বাড়ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, BGBS-এর মঞ্চ থেকে ফেজ টু-র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দেখে নিন শেষ মুহূর্তের প্রস্তুতি।

১০

রাজ্যে বিনিয়োগ টানতে মঙ্গলবার শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মঙ্গলবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১০

একইদিনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের ফেজ টু-র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যা রয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশেই।

১০

এই বিরাট হলটির মধ্যে প্রদর্শনী, বড় শিল্প মেলার আয়োজন করা যেতে পারে।

১০

উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের ফেজ টু।

১০

রাজ্যের শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যক্ষেত্রের হুজ হু-রা। আইটিসি, আরপি, অম্বুজা নেওটিয়া, চ্যাটার্জি, জেএসডব্লিউ গ্রুপের মতো একাধিক শিল্পগোষ্ঠীর কর্ণধাররা।

১০

হাজির থাকতে পারেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার খোদ মুকেশ আম্বানি। থাকতে পারেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিও।

১০

সমাপ্তি অনুষ্ঠান হবে বুধবার। এবারের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে।

১০

শিল্পপতিদের নতুন করে সেজে ওঠা আলিপুর সংশোধনাগার মিউজিয়াম ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকছে।

১০

রাজ্যে একাধিক দেশি-বিদেশি লগ্নি টানতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়। এবছর সেই উদ্দেশ্যেই স্পেন ও দুবাইতে শিল্প সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

১০ ১০

লা লিগা থেকে শুরু করে স্পেনের (Spain) একাধিক সংস্থার সঙ্গে বাংলার সাংস্কৃতিক-বাণিজ্যিক আদানপ্রদানে চুক্তি হয়েছে। দুবাইয়ের (Dubai) বিখ্যাত লুলু গ্রুপের সঙ্গেও শিল্প স্থাপন ও কর্মসংস্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।