Advertisement
Advertisement
Durga Puja 2021

বড়িষা সর্বজনীন থেকে হিন্দুস্তান ক্লাব, দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখে নিন ছবিতে

অতিমারীতে বাড়ি বসেই হোক পুজোদর্শন।

১০

বড়িষা সর্বজনীনে এবার '৩০০ কোটির পুজো'। আসলে রাজা কংস নারায়ণ ৪১৬ বছর আগে প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে দুর্গাপুজো শুরু করেন। আজকে যার অর্থমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

কেমন ছিল ৪১৬ বছর আগের সেই '৩০০ কোটির পুজো'? সেটাই এবারে বড়িষা সর্বজনীনের পুজোয় ফুটিয়ে তুলেছেন শিল্পী কৃষাণু পাল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

সময় এক আশ্চর্য কুহেলিকা। যাতে বন্দি হয়ে যায় মানুষ। এই বন্দিদশা কাটাতেই যেন আলিপুর ৭৮ পল্লিতে মায়ের আগমন। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপের প্রতিটি কোণায় সময়ের কাহিনি। শিল্পী অনির্বাণ দাস। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

বেহালা দেবদারু ফটকে এবার 'আমার পাড়া আমার পুজো'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

থিমের লড়াইয়ে পাড়ার বারোয়ারি পুজোগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে! হারিয়ে যাওয়া সেই পুজোর পরিবেশ ফিরেয়ে এনেছে দক্ষিণ কলকাতার এই পুজো। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

সমাজসেবী সংঘের এবারের থিম 'অন্য কুয়াশা'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

শিল্পী বিমল সামন্তর ভাবনায় সেজে উঠেছে দক্ষিণ কলকাতার এই মণ্ডপ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০

দক্ষিণ কলকাতার জনপ্রিয় হিন্দুস্তান ক্লাবের পুজোর থিম এবার 'অঙ্কুর'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

১০ ১০

পরিবেশ রক্ষার বার্তা ফুটে উঠেছে শিল্পী অনির্বাণ দাসের এই ভাবনায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।