Advertisement
Advertisement

Breaking News

Ushasi Ray

‘গভীরে যাও…’, পুলের জলে ‘সাহসী’ ঊষসী! ঠিক যেন নীল পরী

'গভীর জলের মাছ' ঊষসী! পুলের নায়িকার কেরামতি দেখে ছ্যাঁকা খাচ্ছে নেটপাড়া।

সুইমিং পুলের জলে ঊষসী রায় যেন দুঃসাহসী! রূদ্ধশ্বাস ছবিতে নেটপাড়ায় আগুন জ্বালালেন অভিনেত্রী।

পরনে নীল ওয়ান শোল্ডার ড্রেস। সুইমিং পুলের তলায় ফটোশুট করে তাক লাগিয়ে দিলেন ঊষসী।

এই বোল্ড ফটোশুটের জন্য অবশ্য বর্তমানে নেটপাড়ায় প্রশংসাও কুড়োচ্ছেন অভিনেত্রী। অনুরাগীরা বলছেন, 'ঠিক যেন নীল পরী'।

কেউ বা আবার ঊষসীর সাম্প্রতিক সিরিজ 'গভীর জলের মাছ' সিক্যুয়েলের প্রসঙ্গ টেনেও প্রশংসা করলেন।

টেলিভিশনের পর্দায় কখনও হয়েছেন ‘বকুল’, কখনও ‘কাদম্বিনী’। ওয়েব সিরিজের জগতেও বেশ জনপ্রিয় ঊষসী রায় (Ushasi Ray)। (ছবি- ইনস্টাগ্রাম)