Advertisement
Advertisement
Tripti Dimri

উফ! নোনা জলের ছোঁয়ায় আগুন শরীর, ‘ভাবি ২’ তৃপ্তির রূপের ছ্যাঁকায় উত্তাল নেটপাড়া

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

এক ছবিতেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। 'অ্যানিম্যাল'-এর পর থেকেই 'ন্যাশনাল ক্রাশ' তৃপ্তি দিমরি। অভিনয়ের পাশাপাশি রূপের ছ্যাঁকা দিতেও সিদ্ধহস্ত তিনি। প্রমাণ বেড়ানোর এই ছবি।

একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। আর মাঝে বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তৃপ্তি। তাঁর লাস্যময়ী মেজাজেই মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।

উত্তরাখণ্ডের পাহাড়ে বড় হয়ে ওঠা তৃপ্তির। শ্রীদেবীর 'মম' ছবিতে স্বাতীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নায়িকা হিসেবে তৃপ্তির সফর শুরু হয় শ্রেয়াস তলপড়ের 'পোস্টার বয়েজ' সিনেমার মাধ্যমে।

এর পর ইমতিয়াজ আলির 'লায়লা মজনু' সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। তবে অভিনেত্রী হিসেবে তিনি নজর কাড়তে শুরু করেন 'বুলবুল', 'কলা'র মতো সিনেমার মাধ্যমে।

তৃপ্তির জীবনের টার্নিং পয়েন্ট 'অ্যানিম্যাল'। এই সিনেমাই রাতারাতি তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। এখন বলিউডের বিগ বাজেটের ছবিতেও তৃপ্তির এন্ট্রি হয়ে গিয়েছে।

কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে অভিনয় করছেন তৃপ্তি। ওদিকে আবার করণ জোহরের ‘ধড়ক ২’তে তাঁর সঙ্গী সিদ্ধান্ত চতুর্বেদী।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রার এলাকায় ১৪ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনেছেন তৃপ্তি। আর সুযোগ পেয়েই চলে গিয়েছেন বেড়াতে। ছবি: ইনস্টাগ্রাম।