Advertisement
Advertisement
Tota roy chowdhury

সংবাদ প্রতিদিন-এর অফিসে ‘ফেলুদা’! ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির আগে জমজমাট আড্ডায় টোটা

বড়দিনের মরশুমে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্য়ায়ের নতুন ফেলুদা 'ভূস্বর্গ ভয়ঙ্কর'।

সোমবার, সন্ধ্যা সাড়ে ৬টা। হঠাৎ চাঁদনি চকে এসে হাজির ফেলুদা! ফেলুদাকে দেখে, চারিদিকে হইচই। অফিস পাড়ায় কি তাহলে কোনও গণ্ডগোল? যা সামলাতেই প্রদোষ মিত্র হাজির! ছবি- কৌশিক দত্ত

রহস্য আরও জমাট বাঁধার আগেই সংবাদ প্রতিদিনের অফিসের সিঁড়ি বেয়ে সোজা উঠে এলেন ফেলুদা। তারপরই শুরু আসল কাণ্ড! ছবি- কৌশিক দত্ত

বড়দিনের মরশুমে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্য়ায়ের নতুন ফেলুদা 'ভূস্বর্গ ভয়ঙ্কর'। আর সেই সিরিজের প্রচারেই সংবাদ প্রতিদিনের অফিসে হাজির হয়েছিলেন ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরী। ছবি- কৌশিক দত্ত নিউজ রুমে ঢুকে সংবাদ প্রতিদিনের প্রতিটি কর্মীর সঙ্গে ছবি নিয়ে আড্ডায় মাতলেন সৃজিতের 'ফেলুদা'।

সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস এবং কনসালটিং এডিটর কুণাল ঘোষের সঙ্গে সিরিজ নিয়ে আড্ডায় মাতলেন টোটা। ছবি- কৌশিক দত্ত

টোটাকে শুভেচ্ছা জানালেন সৃঞ্জয় বোস। ছবি- কৌশিক দত্ত

সিরিজ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষও। ছবি- কৌশিক দত্ত