অভিনেত্রী হওয়ার পাশাপাশি এনা সাহা এখন প্রযোজকও।
টেলিপর্দা থেকে বড়পর্দার নায়িকা এখন অনেকটাই মেপেজুখে কাজকর্ম করেন।
টলিউডের যেসব নায়িকাদের ট্রোলের মুখে পড়তে হয় তাঁদের মধ্যে অন্যতম এনা সাহা।
তাঁকে খুব একটা বড়পর্দায় দেখতে না পাওয়া গেলেও, সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত মন্দ নয়।
ফ্যাশনিস্তার বাইরে গিয়েও এনা সাহার শরীরী আবেদনের গুণমুগ্ধ অনেকে।
জারেক এন্টারটেইনমেন্ট-এর মালকিন এনা সাহার প্রযোজনায় এখন বেশ কয়েকটা ছবি রয়েছে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.