বাংলার দাবদাহ থেকে দূরে। কাশ্মীরে সময় কাটাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
দেশের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তাঁদের সঙ্গেও দেখা করলেন বাংলার বিধায়ক। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
শহর থেকে দূরে। রাজনীতির কচকচানি থাক। ভূস্বর্গে কাশ্মীরে একান্তে সুদীপ-নয়না। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
ডাল লেকে শিকারা ভ্রমণে নয়না। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
রাজনীতে থেকে দূরে। একেবারে অন্য মেজাজে ডাল লেকে। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
মেয়ের সঙ্গে অবসরযাপনে বিধায়ক। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
রোজকার ব্যস্ততা থেকে একটুখানি বিশ্রাম। দুচোখ ভরে প্রকৃতিকে দেখলেন অভিজ্ঞ রাজনীতিবিদ। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
মি-টাইম... নিজের সঙ্গে অবসর যাপনে নয়না। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.