Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

‘দেখেছি তোমায় শ্রাবণে…’, নতুন ফটোশুটে ‘টক অফ দ্য টাউন’ শুভশ্রী

পরনে শাড়ি। দুষ্টু আশকারা! দেখুন অভিনেত্রীর 'বোল্ড' অ্যালবাম।

সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর জন্য মুম্বইতে পুরস্কৃত হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সেই অনুষ্ঠানের রেড কার্পেটেই লাল শাড়িতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন টলিউড অভিনেত্রী।

বৃহস্পতিবার শুভশ্রী সেই লাল শাড়ির পরা ফটোশুটের ঝলক দিয়ে নেটপাড়ায় ঘুম ছোটালেন।

যে বোল্ড ছবি দেখে 'সুপারমম' শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দর্শনা বণিকরা।

বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাক করেই দর্শকদের একের পর এক চমক দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘আবার প্রলয়’-এর সুবাদে প্রযোজক হিসেবেও হাতেখড়ি করে ফেলেছেন।

‘পরিণীতা’, ‘বিসমিল্লাহ’, ‘হাবজি গাবজি, ‘ধর্মযুদ্ধ’- সব ছবিতেই ভিন্ন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সিরিজের দুনিয়াতেও পা রেখে পুরস্কৃত হলেন। (ছবি- ইনস্টাগ্রাম)