Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

এবার পুজোয় শাড়ির সাজ হোক শুভশ্রীর মতো, পিঠখোলা ব্লাউজে উঠুক ঝড়

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

কেরিয়ারের শুরুতেই 'বাজিমাত' করেছিলেন। 'চ্যালেঞ্জ' নিয়েই টলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

পুজোর আগে শিফন শাড়িতে সেজেছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির 'বাবলি'। সি গ্রিন রঙের এই শাড়িতে রয়েছে সোনালি বর্ডার। যাকে কম্প্লিমেন্ট করছে পিঠখোলা ব্লাউজ।

শুভশ্রীর এই সাজের রূপটান শিল্পী সৌরভ মিত্র। হেয়ার স্টাইলের দায়িত্ব সামলেছেন শর্মিষ্ঠা মাজি। গয়না এমপিজে জুয়েলার্সের। আর ছবিগুলো তুলেছেন জাভেদ ইব্রাহিম।

শুধু নায়িকা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শুভশ্রী। তা সে 'পরিণীতা' সিনেমার মেহুল হোক বা 'ইন্দুবালার ভাতের হোটেল' সিরিজের ইন্দুবালা মল্লিক।

পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি শুভশ্রী। ২০২০ সালে দুজনের জীবনে আসে ছেলে যুবান। গত বছর মিষ্টি ইয়ালিনীর মা হন অভিনেত্রী। ছবি- ইনস্টাগ্রাম।