Advertisement
Advertisement
Durga Puja 2022

প্রলয় রুখতে বন্ধ হোক প্লাস্টিকের ব্যবহার, দূষণমুক্ত বিশ্বের ডাক দক্ষিণ কলকাতার এই পুজোয়

থিমের পোশাকি নাম 'উৎসরণ।'

প্লাস্টিকে বাড়ছে দূষণ। বিধ্বস্ত হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে ভারসাম্য। এবার সেই ছবিই ফুটে উঠতে চলেছে পূর্বাচল শক্তি সংঘে।

দক্ষিণ কলকাতার এই পুজোকে এবার নিজের ভাবনায় সাজিয়ে তুলছেন শিল্পী অনির্বাণ দাস। থিমের পোশাকি নাম 'উৎসরণ।'

বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিধসের পরিমাণ অনেকটাই বেড়েছে। জলে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর, সাধারণের সংসার। গাছের অপ্রতুলতার এর প্রাথমিক কারণ। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। সমীক্ষা বলছে, এমনটা হলে ২০৫০ সালের মধ্যে হয়তো সামুদ্রিক প্রাণীর চেয়ে বেশি পরিমাণে ভাসতে দেখা যাবে প্লাস্টিক।

প্রলয় রুখতে এখনই সচেতন হতে হবে সকলকে। এবার এই বার্তাই দেবে পূর্বাচল শক্তি সংঘের পুজো।

এই মণ্ডপে প্লাস্টিকই হয়ে উঠবে অসুর। এখানে পৃথিবীর প্রতীকী হয়ে উঠেছে বৃহদাকার কচ্ছপ। দেবী দুর্গাই যেন গাছের রূপ ধারণ করে এই পৃথিবীরূপী কচ্ছপটিকে রক্ষা করার চেষ্টা করছেন।

প্লাস্টিক, কাপড়ের দড়ি, মাছ ধরার জাল, জং ধরা লোহা ইত্যাদি উপকরণ দিয়েই সাজছে মণ্ডপ। মণ্ডপের আলোক শিল্পী প্রেমেন্দু বিকাশ চাকী। খোকন অ্যান্ড কোম্পানি তৈরি করছে থিম মিউজিক।