মেয়ে নীতারাকে প্রচারের আলো থেকে দূরেই রাখার চেষ্টা করেন অক্ষয়-টুইঙ্কল। তবে ছবি প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে, সে তো একেবারেই মায়ের মতো দেখতে।
কাজল অজয় দেবগনের ছেলে যুগ। তাকেও হুবহু মায়ের মতো দেখতে। মায়ের সঙ্গেই নাকি যুগের বেশি সময় কাটে।
মা মেয়ে কাকে বলে, তা আরাধ্যা বচ্চনকে দেখে বোঝা যায়। ছোটবেলায় ঐশ্বর্য ঠিক যেমনটি দেখতে ছিলেন তেমনই দেখতে অমিতাভ বচ্চনের নাতনি।
তৈমুর আলি খানের মুখের আদল এখন অনেকটাই পালটেছে। তবে ছোটবেলায় তাঁকে করিনার মতোই দেখতে ছিল।
সবশেষে বলা যায় সারা আলি খানের কথা। তিনি যে অমৃতা সিংয়ের মেয়ে তা ছবি দেখেই বলে দেওয়া যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.