Advertisement
Advertisement

Breaking News

Srishty Rode

বুকের ভাঁজে লাল গোলাপ, বাথটবে উপচে পড়ল যৌবন, সৃষ্টির আগুন রূপেই লাগল ছ্যাঁকা

কে এই সৃষ্টি? কী তাঁর পরিচয়?

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃষ্টি রোধ। ছোটপর্দার এই মিষ্টি বউমা সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস। 'কমেন্ট হিসেবে শুধু গোলাপ চাই', একথা লিখেই পোস্ট করেছেন ছবি।

গোলাপ অবশ্য সৃষ্টির হাতেই রয়েছে। তা নিয়েই ফেনাভর্তি বাথটবের ভিতরে বসে পড়েছেন নায়িকা। তৃষ্ণার্ত চাহনিতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।

মুম্বইয়ে জন্ম সৃষ্টির। তাঁর বাবা টোনি রোধ একজন সিনেমাটোগ্রাফার। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন সৃষ্টি। সেখান থেকেই পান গ্র্যাজুয়েশন ডিগ্রি।

২০০৭ সালে বালাজি টেলিফিল্মসের 'কুছ ইস তরা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় সফর শুরু করেন সৃষ্টি। ছোট্ট চরিত্রের জন্য পান ১০০০ টাকা।

এর পর অডিশন দেওয়া শুরু করেন সৃষ্টি। একাধিক বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। ২০১০ সালে 'ইয়ে ইশক হায়' সিরিয়ালে মুখ্য চরিত্র হিসেবে সুযোগ পান সৃষ্টি। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

'ছোটি বহু', 'পুনর বিবাহ', 'চলতি কা নাম গাড়ি-লেটস গো'র মতো একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে সৃষ্টিকে। 'বিগ বস ১২'র প্রতিযোগীও ছিলেন তিনি।