শরীরের ক্যানভাসে যৌবনের রং কীভাবে সাজাতে হয় তা ভালোভাবেই জানেন সোনালি রাউত। তাইতো একফালি দুধ-সাদা পোশাকেই বিছানায় ঝড় তুলেছেন অভিনেত্রী।
কিংফিশালের 'ক্যালেন্ডার গার্ল' হয়ে কেরিয়ার শুরু করেছিলেন সোনালি। প্রথমে মডেলিংয়েই তাঁর মন ছিল। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন।
২০১৪ সালে মুক্তি পাওয়া 'এক্সপোজ' সিনেমায় হিমেশ রেশমিয়া ও ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে অভিনয় করেন সোনালি। যদিও সে ছবি সাফল্য পায়নি।
এর পর 'বিগ বস ৮' শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যায় সোনালিকে। আচমকা ভোটাভুটিতে বাদ গিয়েছিলেন অভিনেত্রী। আবার শোয়ে ফেরেন। সেই সময় টানা ছিলেন। ১০৪তম দিনে বাদ হয়ে যান।
'বিগ বস' পর্বের পর 'হেট স্টোরি ৩' সিনেমায় অভিনয়ের অফার পেয়েছিলেন সোনালি। কিন্তু অভিনেত্রী কোনও অরিজিনাল চরিত্র করতে চাইছিলেন। সেই কারণেই এই প্রস্তাব ফিরিয়ে দেন।
এর পর রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি ও বিবেক ওবেরয় অভিনীত সেক্স কমেডি 'গ্রেট গ্র্যান্ড মস্তি' সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় সোনালিকে। ছবির আইটেম গানেও নাচেন তিনি।
সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনালি। 'লাভ লাইফ ও স্ক্রিউ আপস' ও 'ডেঞ্জারাস' সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এখন অবশ্য সোশাল মিডিয়াতেই বেশি সক্রিয় সোনালি। এমন ছবিতেই কাঁপাচ্ছেন নেটদুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.