Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

উন্মুক্ত উর্ধ্বাঙ্গ, নোনা বালি গায়ে মেখে সোনাক্ষী যেন ‘বিচ বেবি’! পুরুষ ভক্তরা দেখেছেন?

সোনাক্ষী সিনহার এই ছবিগুলি না দেখলেই বড় 'মিস'!

সিনেপর্দায় খুব একটা না দেখা গেলেও সোশ্যাল মিডিয়া বেশ সরগরম করে রাখেন সোনাক্ষী সিনহা।

বছর দুয়েক ধরেই শত্রুঘ্নকন্যার প্রেমের গুঞ্জন নিয়ে বলিপাড়ায় শোরগোলের অন্ত নেই। শোনা গিয়েছিল তিনি নাকি শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন।

কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিয়ে দিব্যি সিঙ্গলহুড কাটাচ্ছেন সোনাক্ষী। নেটদুনিয়াতেও বেজায় সক্রিয় অভিনেত্রী।

সম্প্রতি সমুদ্র সৈকতে রংবাহারি অফ-শোল্ডার গাউন পরনে ছবি শেয়ার করেছিলেন সোনাক্ষী সিনহা। যা কিনা এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

কখনও ফ্যাশন ম্যাগাজিনের কভারগার্ল হিসেবে হট ফটোশুটে ধরা দেন সোনাক্ষী তো কখনও বা আবার ব্যক্তিগত ট্যুরের ছবি দিয়ে নেটদুনিয়া সরগরম করেন শত্রুঘ্নকন্যা।

সেসব ছবি শেয়ার করে সোনাক্ষী পুরোদস্তুর শাহরুখের DDLJ মুডে ফিরে গিয়ে ক্যাপশনে লিখেছেন- 'পালাট'। যা দেখে কুপোকাত পুরুষভক্তরা।