Advertisement
Advertisement
Laxmi Puja

লক্ষ্মীর আরাধনায় শামিল শুভশ্রী-কোয়েল-মিমি, দেখুন তারকাদের পুজোর ছবি

লক্ষ্মীর আরাধনায় মেতেছিলেন যশও ।

শাড়ি, গয়নায় সেজে লক্ষ্মীর আরাধনায় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নিজের হাতে আলপনা দেওয়া থেকে আরতি, লক্ষ্মীপুজোয় ব্যস্ত কোয়েল মল্লিক।

ঘরোয়াভাবেই লক্ষ্মীর আরধানা শুভশ্রীর।

ধনদেবীর আরাধনায় শামিল অভিনেতা যশ দাশগুপ্ত। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন লক্ষ্মীপুজোর ছবি।

সদ্যই মা হয়েছেন, খুদেকে সামলে লক্ষ্মীপুজো সারলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী।

প্রতিবারের মতোই এবছরও ধনদেবীর আরাধনায় অপরাজিতা আঢ্য।

ইন্দ্রানী হালদারও মেতে উঠলেন লক্ষ্মীপুজোয়।

সামনেই উপনির্বাচন। তার আগেই বাড়ির লক্ষ্মীপুজোয় খোশমেজাজে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

পুজোয় ব্যস্ত সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়। ছবি: শুভাশিস রায়।