Advertisement
Advertisement

Breaking News

Sofia Vergara

‘নগ্ন’ ফটোশুটে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন Hollywood অভিনেত্রী, রইল একগুচ্ছ ছবি

একটি ম্যাগাজিনের জন্য ছবিগুলি তুলেছিলেন সোফিয়া।

ম্যাগাজিনের ফটোশুটের জন্য নগ্ন হয়ে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন হলিউড অভিনেত্রী সোফিয়া ভারগারা।

৪৫ পেরিয়েও শরীর নিয়ে কোনও কুণ্ঠা নেই সোফিয়ার। নিজেকে ভালবাসতে শিখুন, এই বার্তা ছিল হলিউড তারকার।

মডেলদের মতো পারফেক্ট বডি চান না সোফিয়া। শুধু নিজেকে ফিট রাখতে চান বলেই জানান অভিনেত্রী।

শোনা যায়, ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী সোফিয়া।

৪০ বছর বয়সের পরই 'মডার্ন ফ্যামিলি' খ্যাত অভিনেত্রীর দৃষ্টিশক্তি কমতে থাকে। তবে বয়স্ক দেখাবে বলে নাকি তিনি চশমা পরতে রাজি হননি।