Advertisement
Advertisement

Breaking News

Pankaj Udhas funeral

গান স্যালুটে পঙ্কজ উদাসকে বিদায়, শিল্পীকে শ্রদ্ধা জানালেন সোনু নিগম, সুনীল গাভাসকররা

সোমবার প্রয়াত হন শিল্পী। উস্তাদ জাকির হুসেন, শংকর মহাদেবনও এসেছিলেন তাঁকে শ্রদ্ধা জানাতে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ। সোমবার থামে লড়াই। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে।

আটের দশকে একের পর থেকে একের পর এক গানে শ্রোতাদের মন জয় করেছেন পঙ্কজ। এখনও মন ছুঁয়ে যায় তাঁর 'চিঠঠি আই হ্যায়', ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’। এদিন গান স্যালুটে শিল্পীকে বিদায় জানানো হয়।

শিল্পীকে শ্রদ্ধা জানাতে ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে এসেছিলেন সোনু নিগম। তাঁর পিছনেই দেখা যায় গায় সুখবীরকে। এসেছিলেন শিল্পীর অনুরাগীরা।

কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও এদিন এসেছিলেন। প্রিয় শিল্পী তথা বন্ধুকে শ্রদ্ধা জানান তিনি। তাঁর পরিবারকে জানান সমবেদনা।

শিল্পীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন উস্তাদ জাকির হুসেন। দেখা যায় গায়ক তথা সঙ্গীত পরিচালক শংকর মহাদেবনকে।

গায়ক-সুরকার বিশাল ভরদ্বাজ ও তাঁর স্ত্রী তথা গায়িকা রেখা ভরদ্বাজকে দেখা যায় হিন্দু ক্রিমেটোরিয়ামে। এসেছিলেন বিদ্যা বালানও।