Advertisement
Advertisement

Breaking News

Kashmir Tour

এবার পুজোয় বেড়ানোর ঠিকানা হোক কাশ্মীর, কেমন আছে ভূস্বর্গ? দেখে নিন ছবি

এই উপত্যকাই তো যাযাবর মনের স্বর্গ।

কাশ্মীরে সন্ধে যখন নামে এভাবেই উজ্জ্বল হয়ে ওঠে ডাল লেক।

রঙিন সাজে সেজে ওঠে হাউসবোটগুলি। কাশ্মীরে গেলে এই হাউসবোটগুলিতেই থাকতে পছন্দ করেন পর্যটকরা।

এই সেই ঝিলম নদী যা বারবার কবিদের কবিতায় ঠাঁই পেয়েছে। পর্যটকদের ভিড় এখানেও থাকে।

সোনালি রোদে পর্যটকদের অপেক্ষায় কাশ্মীরের মুঘল গার্ডেন। এখানেই থাকে ফুলের রাজত্ব।

সবুজে ঘেরা ভূস্বর্গ যেন পায়রার এই দলের মুক্তাঞ্চল। তাদের টুকরো মুহূর্তও হয়েছে ফ্রেমবন্দি।