Advertisement
Advertisement

Breaking News

Sayantani Guhathakurta

কালো মেঘ কাটিয়ে ঝকঝকে রোদ, দেখুন সায়ন্তনীর মনোকিনী ম্যাজিক

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

'সান, সুইম আর স্মাইলস', সায়ন্তনী গুহঠাকুরতা জীবনের মূল মন্ত্র হয়ে গিয়েছে এই তিন শব্দ। তাই তো ক্যামেরার সামনে বিন্দাস অভিনেত্রী।

কালো মনোকিনীতেই সায়ন্তনীর ম্যাজিক। কসৌলির ফার্ন সুরিয়া হোটেলে সুইমিং পুলের সামনে মোহময়ী মেজাজে অভিনেত্রী দিয়েছেন পোজ।

সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ, সবেতেই সায়ন্তনীর অবাধ বিচরণ। আবার ক্যামেরার সামনেও বিন্দাস অভিনেত্রী। তাঁর এই মনোকিনী 'লা লিঙ্গারি'র।

'জয় কালী কলকাত্তায়ালী', 'কিরণমালা', 'সাত ভাই চম্পা' সিরিয়ালে দেখা গিয়েছিল সায়ন্তনীকে। এক মিউজিক চ্যানেলে ভিজেও ছিলেন তিনি।

শোনা যায়, অভিনেত্রীর মায়ের ইচ্ছে ছিল তিনি ডব্লুবিসিএস পরীক্ষা দেন। কিন্তু সায়ন্তনী তখন পেয়েছিলেন বিজ্ঞাপনের অফার।

একটি বছর মায়ের কাছে চেয়েছিলেন সায়ন্তনী। তবে গ্ল্যামারের এই দুনিয়া তাঁকে এত বছর ধরে আপন করে রেখেছে। ছবি - ইনস্টাগ্রাম।